1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ১০:৫৭ অপরাহ্ন

যে ছবিগুলো সময় সম্পর্কে ধারণা পাল্টে দিতে পারে

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ২০৮ বার দেখা হয়েছে

ইতিহাস মানেই প্রাচীন ঘটনা নয়। অনেক ঘটনা প্রাচীন অতীতের মনে হলেও সেগুলো তার চেয়ে বেশি সাম্প্রতিক, আবার কিছু আধুনিক প্রতিষ্ঠান আসলে কোনো বিলুপ্ত সভ্যতার চেয়েও পুরনো। কিছু ঐতিহাসিক মাইলফলক পাশাপাশি রেখে তুলনা করলে আমরা বুঝতে পারি, পৃথিবীর বিভিন্ন স্থানে সময় ভিন্নভাবে এগিয়েছে। অনলাইন পোর্টাল ব্রাইট সাইড এমন কিছু ছবি একত্র করেছে যেগুলো অপ্রত্যাশিত সংযোগ প্রকাশ করে এবং সময় সম্পর্কে আমাদের ধারণাকে বদলে দিতে পারে।

 

দ্বিতীয় এলিজাবেথ এবং মেরিলিন মনরো একই বয়সি হতে পারতেন

ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে দীর্ঘমেয়াদি রাজত্বকারী রানি দ্বিতীয় এলিজাবেথ এবং ১৯৫০-এর দশকের অন্যতম আইকনিক অভিনেত্রী মেরিলিন মনরো, দুজনেই ১৯২৬ সালে জন্মগ্রহণ করেন। তারা মাত্র এক মাসের ব্যবধানে জন্মেছিলেন। ১৯৫৬ সালে লন্ডনে দ্য ব্যাটল অব দ্য রিভার প্লেট ছবির প্রিমিয়ারে তারা একে অপরের সঙ্গে দেখা করেন, তখন তারা দুজনই ৩০ বছরের। তখন রানী মাত্র চার বছর ধরে শাসন করছিলেন, আর মনরো তার ক্যারিয়ারের শীর্ষে ছিলেন।

 

 

উলি ম্যামথরা তখনো বেঁচে ছিল, যখন পিরামিড তৈরি হচ্ছিল

আমরা সাধারণত উলি ম্যামথকে ডাইনোসরের সঙ্গে বিলুপ্ত প্রাণী হিসেবে মনে করি। কিন্তু প্রাচীন মিসরীয়রা যখন গিজার পিরামিড তৈরি করছিল, তখনো উলি ম্যামথ পৃথিবীতে বিচরণ করছিল। প্রায় ৪ হাজার ৫০০ বছর আগে পিরামিডগুলো নির্মিত হয়েছিল। ২০১৯ সালে এক গবেষণায় দেখা যায়, আর্কটিক মহাসাগরের র‌্যাংল দ্বীপে শেষ উলি ম্যামথরা প্রায় ৪ হাজার বছর আগে বিলুপ্ত হয়।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com