নিজস্ব প্রতিবেদক
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদানের জন্য বিদেশে অবস্থানরত ৫৪ হাজার ২০৮ প্রবাসী বাংলাদেশি ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট তথ্য অনুযায়ী, এই নিবন্ধন কার্যক্রম দুপুর ৩টা পর্যন্ত সম্পন্ন হয়েছে।
নিবন্ধনকারীদের মধ্যে ৪৫ হাজার ৯১৯ জন পুরুষ এবং ৮ হাজার ২৮৯ জন নারী। এছাড়া অনুমোদনের অপেক্ষায় আছেন ৭৫ জন ভোটার। এ পর্যন্ত ৫৪ হাজার ১৩৩ জন প্রবাসী ভোটারের নিবন্ধন অনুমোদিত হয়েছে।
দেশভিত্তিক নিবন্ধনের পরিসংখ্যানে দেখা যায়, যুক্তরাষ্ট্রে ১০ হাজার ৮৪৭ জন, দক্ষিণ কোরিয়ায় ৮ হাজার ৯১৫ জন, জাপানে ৬ হাজার ২১৫ জন, কানাডায় ৬ হাজার ১২৯ জন, অস্ট্রেলিয়ায় ৫ হাজার ৪১ জন, দক্ষিণ আফ্রিকায় ৪ হাজার ২২৯ জন এবং চীনে ১ হাজার ৬৯০ জন ভোটার নিবন্ধিত হয়েছেন।
নির্বাচন কমিশন বুধবার রাতে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের সময় ২৭ নভেম্বর দিবাগত রাত ১২টা ০১ মিনিট থেকে ১৮ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে বিশ্বের সকল দেশের প্রবাসী ভোটারদের নিবন্ধন প্রক্রিয়া উন্মুক্ত থাকবে।
ইসি সচিবলয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, ১৮ নভেম্বর অ্যাপ উদ্বোধনের পর প্রবাসীদের আটটি অঞ্চলে ভাগ করে নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়েছিল। তবে প্রবাসীদের সুবিধার কথা বিবেচনা করে এই সীমাবদ্ধতা তুলে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ২৭ নভেম্বর থেকে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় প্রবাসীরা নিবন্ধন করতে পারবেন এবং পূর্বে প্রযোজ্য পাঁচ দিনের সময়সীমা আর প্রযোজ্য নয়।
প্রবাসী ভোটারদের ভোটদানের এই ব্যবস্থা দেশের নির্বাচনি ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করা হয়েছে। এছাড়া দেশের নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেওয়া সরকারি কর্মকর্তা, আইনি হেফাজতে থাকা ভোটার এবং নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীদের জন্য ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং (আইসিপিভি) প্রক্রিয়া চালু করা হয়েছে, যা প্রায় ১০ লাখ ভোটারকে সুবিধা দিচ্ছে।
১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করেন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ১৪৮টি নির্দিষ্ট দেশে প্রবাসী ভোটার নিবন্ধনের সময়সূচি ঘোষণা করেন।
পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে প্রবাসী ভোটারকে অবশ্যই সেই দেশের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে, যেখান থেকে ভোট প্রদান করবেন। ভোটারকে গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করতে হবে। ব্যবহারকারী অ্যাপে বাংলা বা ইংরেজি ভাষা নির্বাচন করে নিবন্ধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র এবং নির্দেশাবলী দেখতে পারবেন।
বিদেশে ব্যালট প্রাপ্তি নিশ্চিত করতে সঠিক ঠিকানা প্রদান অপরিহার্য বলে জানানো হয়েছে।