জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, ‘সামনে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশের সব ইসলামী দলকে নিয়ে জামায়াত একটি প্ল্যাটফর্ম তৈরি করতে বদ্ধপরিকর।’
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে ঢাকায় আব্দুল্লাহ মুহাম্মদ তাহেরের বাসভবনে চৌদ্দগ্রাম উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় এ কথা বলেন তিনি।
ওই সাক্ষাৎ চৌদ্দগ্রামের রাজনৈতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাদের সঙ্গে আব্দুল্লাহ মুহাম্মদ তাহেরের দীর্ঘ সময় ধরে আলোচনা হয়।
এ সময় জামায়াত নেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, ‘আশা করি, অতীতের সব ভেদাভেদ ভুলে আমরা সবাই ঐক্যবদ্ধ হবো। এর ফলে আগামী দিনে দেশে একটি ইসলামী সরকার প্রতিষ্ঠিত হবে।’
এ সময় কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের ইসলামী আন্দোলনের (হাতপাখা) মনোনীত প্রার্থী মাওলানা মো. মহিউদ্দিন সহিদ পাটোয়ারী, চৌদ্দগ্রাম উপজেলা দক্ষিণের সভাপতি মাওলানা আব্দুল ওহাব, উপজেলা উত্তরের সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ, কুমিল্লা উত্তর সদরের সভাপতি মাওলানা মুফতি আব্দুল্লাহ নোমান, চৌদ্দগ্রাম পৌরসভা সভাপতি মাওলানা ইয়াকুব পাটোয়ারী ও মাওলানা জামাল উদ্দীন ভূইয়া, মো. জাহিদ কবির মজুদার, মাওলানা রকিবুল ইসলাম ভূইয়া, মো. আব্দুল কাদের ভূইয়া খোকন), মো. আব্দুল হাই সুমন মিয়াজিসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।