1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ০২:৩৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
‘বিএনপি ছাড়া অন্য কোনো দল ক্ষমতায় এসে দেশের স্থিতিশীলতা বজায় রাখতে পারবে না’: নুরুল হক নুর জামায়াত-এনসিপি জোটের আসন সমঝোতা চূড়ান্ত, ৮ দলের সাথে সমঝোতা কার্যকর ঢাকা-১৭ আসনের জন্য তারেক রহমানই সর্বোত্তম প্রার্থী : পার্থ জামায়াত–এনসিপি জোট নিয়ে আলোচনা, বিভক্ত অবস্থানে জাতীয় নাগরিক পার্টি তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এনসিপি থেকে পদত্যাগ করলেন যুগ্ম আহ্বায়ক ডা. তাজনূভা জাবীন প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করলেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী আধুনিক, উন্নত শহর হিসেবে গড়ে তোলার’ বাংলাদেশ ভারতের ব্যান্ডউইথ ট্রানজিট প্রস্তাব নাকচ করেছে, কৌশলগত উদ্বেগের কারণে চীনের আমন্ত্রণে সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দল ঘোষণা করল ভারত, চোটের কারণে নেতৃত্বে পরিবর্তন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ১২ বার দেখা হয়েছে

খেলাধুলা ডেস্ক

অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ শুরু হতে আর খুব বেশি সময় বাকি নেই। আগামী বছরের জানুয়ারিতে জিম্বাবুয়ে ও নামিবিয়ায় বসতে যাচ্ছে যুবদের এই বৈশ্বিক আসর। আসন্ন টুর্নামেন্টকে সামনে রেখে অংশগ্রহণকারী দলগুলো একে একে তাদের স্কোয়াড ঘোষণা করছে। এরই ধারাবাহিকতায় শনিবার (২৭ ডিসেম্বর) ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ঘোষিত দলে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন ও চমক রয়েছে বলে জানিয়েছে বোর্ড।

বিসিসিআইয়ের ঘোষিত বিশ্বকাপ স্কোয়াডে অধিনায়ক হিসেবে রয়েছেন আয়ুষ মাহাত্রে এবং সহ-অধিনায়ক হিসেবে রাখা হয়েছে বিহান মালহোত্রকে। তবে এই দুই ক্রিকেটার বর্তমানে চোটজনিত সমস্যায় ভুগছেন। ফলে বিশ্বকাপ শুরুর আগে দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ঘোষিত আলাদা স্কোয়াডে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে বৈভব সূর্যবংশীর কাঁধে। প্রোটিয়াদের বিপক্ষে সিরিজে তিনি অধিনায়ক হিসেবে দলকে নেতৃত্ব দেবেন।

ভারতীয় ক্রিকেট বোর্ড জানায়, নিয়মিত অধিনায়ক আয়ুষ মাহাত্রে এবং সহ-অধিনায়ক বিহান মালহোত্র বর্তমানে বেঙ্গালুরুর সেন্টার অব এক্সিলেন্সে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। চোট কাটিয়ে উঠলে তারা নির্ধারিত সময়ের মধ্যেই বিশ্বকাপ দলের সঙ্গে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। এ কারণে দক্ষিণ আফ্রিকা সফরে এই দুই ক্রিকেটারকে রাখা হয়নি।

ঘোষিত বিশ্বকাপ স্কোয়াডে বৈভব সূর্যবংশীকে অন্তর্ভুক্ত করাকে বড় চমক হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। চলতি মৌসুমে তার ধারাবাহিক পারফরম্যান্স এবং নেতৃত্বগুণ বিবেচনায় তাকে দক্ষিণ আফ্রিকা সফরের জন্য অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, সফরটি মূলত বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে দেখা হচ্ছে এবং তরুণ ক্রিকেটারদের আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেওয়াই এর লক্ষ্য।

১৫ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। আফ্রিকার কন্ডিশনে খেলার অভিজ্ঞতা অর্জন করতে পারলে ভারতের তরুণ দল বিশ্বকাপে বাড়তি সুবিধা পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। গ্রুপ পর্ব থেকে শুরু করে নকআউট ধাপে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে বেশ কয়েকটি শক্তিশালী যুব দলের বিপক্ষে।

বিশ্বকাপের জন্য ঘোষিত ১৫ সদস্যের ভারতীয় দলে রয়েছেন— আয়ুষ মাহাত্রে (অধিনায়ক), বিহান মালহোত্র (সহ-অধিনায়ক), বৈভব সূর্যবংশী, অ্যারন জর্জ, বেদান্ত ত্রিবেদী, অভিজ্ঞান কুন্ডু (উইকেটকিপার), হরবংশ সিংহ (উইকেটকিপার), আরএস অম্বরীশ, কণিষ্ক চৌহান, খিলান পটেল, মোহামেদ এনান, হেনিল পটেল, দীপেশ দেবেন্দ্রন, কিশান কুমার সিংহ ও উদ্ধব মোহন।

অন্যদিকে দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ঘোষিত স্কোয়াডে অধিনায়ক হিসেবে আছেন বৈভব সূর্যবংশী এবং সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন অ্যারন জর্জ। এই দলে আরও রয়েছেন— বেদান্ত ত্রিবেদী, অভিজ্ঞান কুন্ডু (উইকেটকিপার), হরবংশ সিংহ (উইকেটকিপার), আরএস অম্বরীশ, কণিষ্ক চৌহান, খিলান পটেল, মহম্মদ এনান, হেনিল পটেল, দীপেশ দেবেন্দ্রন, কিশান সিংহ, উদ্ধব মোহন, যুবরাজ গোহিল এবং রাহুল কুমার।

ভারতীয় দল ব্যবস্থাপনা আশা করছে, দক্ষিণ আফ্রিকা সফর ও বিশ্বকাপ—এই দুই মঞ্চে তরুণ ক্রিকেটাররা নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে পারবে। চোট কাটিয়ে অধিনায়ক আয়ুষ ও সহ-অধিনায়ক বিহান দলে ফিরলে বিশ্বকাপে ভারতের প্রস্তুতি আরও শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com