অর্থ বাণিজ্য ডেস্ক
ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্য ২০২৫-২৬ করবর্ষের আয়কর রিটার্ন অনলাইনে দাখিলের সময়সীমা আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত নির্ধারণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নির্ধারিত কয়েকটি শ্রেণি ব্যতীত এবার সব ব্যক্তি করদাতার জন্য ই-রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর এ সিদ্ধান্তের কথা জানিয়ে নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন জমা দেওয়ার আহ্বান জানায়।
এনবিআরের জারি করা বিশেষ আদেশ অনুযায়ী, ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সী প্রবীণ করদাতা, শারীরিক প্রতিবন্ধী বা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকরা অনলাইনে রিটার্ন দাখিলের বাধ্যবাধকতার বাইরে থাকবেন। তবে এসব শ্রেণির করদাতারাও চাইলে ই-রিটার্ন পদ্ধতিতে রিটার্ন জমা দিতে পারবেন। অন্যদিকে, এসব ব্যতিক্রমী শ্রেণির বাইরে থাকা সব ব্যক্তি করদাতার জন্য চলতি করবর্ষে অনলাইন পদ্ধতিতে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।
এনবিআর সূত্রে জানা গেছে, কর ব্যবস্থাপনাকে আরও সহজ, স্বচ্ছ ও দক্ষ করার লক্ষ্যে অনলাইন ই-রিটার্ন ব্যবস্থা চালু করা হয়েছে। গত বছরের ৪ আগস্ট অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ আনুষ্ঠানিকভাবে অনলাইন ই-রিটার্ন প্ল্যাটফর্মের উদ্বোধন করেন। এরপর থেকে ধাপে ধাপে করদাতাদের এ ব্যবস্থায় অন্তর্ভুক্ত করা হচ্ছে। বর্তমানে www.etaxnbr.gov.bd ঠিকানার মাধ্যমে ব্যক্তি করদাতারা অনলাইনে নিবন্ধন ও রিটার্ন দাখিলের সুযোগ পাচ্ছেন।
এনবিআরের সর্বশেষ তথ্য অনুযায়ী, সোমবার সন্ধ্যা পর্যন্ত ই-রিটার্ন সিস্টেমে মোট নিবন্ধিত করদাতার সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৪৫ লাখ ৫৩ হাজারে। এর মধ্যে ৩১ লাখ ৮৮ হাজার করদাতা ইতোমধ্যে ২০২৫-২৬ করবর্ষের আয়কর রিটার্ন অনলাইনে দাখিল সম্পন্ন করেছেন। এনবিআর মনে করছে, নির্ধারিত সময়সীমার আগে রিটার্ন জমা দেওয়ার হার আরও বাড়বে।
প্রবাসী বাংলাদেশিদের ক্ষেত্রে অনলাইন রিটার্ন দাখিল বাধ্যতামূলক না হলেও উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী করদাতা স্বেচ্ছায় এই সেবা গ্রহণ করছেন। এনবিআর জানিয়েছে, পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্রের তথ্য ব্যবহার করে ই-মেইলের মাধ্যমে আবেদন করলে সংশ্লিষ্ট করদাতাকে ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) ও নিবন্ধন লিংক পাঠানো হচ্ছে। এর মাধ্যমে বিদেশে অবস্থানরত করদাতারা সহজেই অনলাইন সিস্টেমে নিবন্ধন করে রিটার্ন জমা দিতে পারছেন।
এ পর্যন্ত প্রায় ৫ হাজার প্রবাসী বাংলাদেশি ই-রিটার্ন সিস্টেমে সফলভাবে নিবন্ধন করেছেন। তাদের মধ্যে ৩ হাজার ৩০০ জন বিদেশে অবস্থান করেই আয়কর পরিশোধসহ রিটার্ন দাখিল সম্পন্ন করেছেন। এনবিআর সূত্র জানায়, প্রতিদিন গড়ে প্রায় ১০০ জন প্রবাসী করদাতা ই-মেইলের মাধ্যমে ই-ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিটের সহায়তা নিচ্ছেন। এতে করে প্রবাসীদের জন্য কর পরিশোধ ও রিটার্ন দাখিল প্রক্রিয়া আগের তুলনায় সহজ হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
এনবিআর কর্মকর্তারা জানান, অনলাইন রিটার্ন ব্যবস্থার মাধ্যমে করদাতাদের ভোগান্তি কমানো এবং কর প্রশাসনের কার্যক্রমকে আধুনিক করার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে করদাতাদের তথ্য সংরক্ষণ ও বিশ্লেষণ আরও কার্যকরভাবে করা সম্ভব হচ্ছে। নির্ধারিত সময়সীমার মধ্যে রিটার্ন দাখিল না করলে প্রচলিত আইন অনুযায়ী জরিমানা ও অন্যান্য আইনগত জটিলতার সম্মুখীন হতে হতে পারে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এ অবস্থায়, এনবিআর করদাতাদের প্রতি ৩১ জানুয়ারি ২০২৬ সালের মধ্যে অনলাইন সিস্টেমে নিবন্ধন সম্পন্ন করে ২০২৫-২৬ করবর্ষের আয়কর রিটার্ন দাখিল করার জন্য অনুরোধ জানিয়েছে।