শিক্ষা ডেস্ক
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল আবারও স্থগিত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ১০টায় প্রধান নির্বাচন কমিশনার (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের কার্যক্রমকে যে কোনো প্রভাবমুক্ত রাখতে দেশের সকল সংগঠনের নির্বাচন আয়োজন ১২ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই নির্দেশনা জাতীয় সংসদ নির্বাচন পরিচালনায় আইনগত বাধ্যবাধকতা, প্রশাসনিক শৃঙ্খলা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার স্বার্থে প্রণীত হওয়ায় সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের জন্য তা মানা বাধ্যতামূলক।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয় রংপুর থেকে প্রেরিত পত্রের প্রেক্ষিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের ব্রাকসু ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন ২০২৫ সংক্রান্ত চলমান সকল নির্বাচনি কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হলো।
জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হওয়ার পর প্রাসঙ্গিক কর্তৃপক্ষের দিকনির্দেশনার আলোকে নির্বাচন কমিশন নতুন তফসিল প্রণয়নের মাধ্যমে নির্বাচনি কার্যক্রম পুনরায় শুরু করবে এবং তা যথাসময়ে সংশ্লিষ্টদের অবহিত করা হবে।
ব্রাকসুর নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক মো. আমির শরিফ বলেন, প্রধান নির্বাচন কমিশনারের নির্দেশক্রমে জেলা প্রশাসক ও নির্বাচন কমিশনের সচিবের সঙ্গে আলোচনা করা হয়েছে। নির্বাচন সংক্রান্ত যেকোনো সমস্যা বা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হলে এর দায়ভার নির্ধারণ করার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানাকে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
ব্রাকসু নির্বাচনের জন্য ইতিমধ্যেই চারবার তফসিল পরিবর্তন করে মোট পাঁচটি তফসিল ঘোষণা করা হয়েছিল। সর্বশেষ পঞ্চম তফসিল সোমবার (১২ জানুয়ারি) প্রকাশিত হয়, যেখানে ভোটগ্রহণের জন্য ২৫ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছিল। তবে নতুন স্থগিতাদেশে এবারও ২৫ ফেব্রুয়ারির নির্বাচন অনুষ্ঠিত হবে না।