1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
গাজা সংকটসহ বৈশ্বিক সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্রের নতুন ‘বোর্ড অব পিস’ উদ্যোগে ভারত ও পাকিস্তানকে আমন্ত্রণ দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে ২০ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা, দুজনের বাতিল বাংলাদেশ ক্রিকেট দল ভারতে খেলবে কি না চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারিতে জামায়াত সমর্থকের কম্বল দেওয়ার প্রলোভন দেখিয়ে বিধবাকে ধর্ষণ চানখারপুল হত্যাকাণ্ড মামলায় রায় ঘোষণা মঙ্গলবার নারী শিক্ষায় বাংলাদেশী নীতি নাইজেরিয়ায় অনুসরণ নির্বাচন কমিশন আপিল শুনানি সম্পন্ন, স্বতন্ত্র প্রার্থীদের অংশগ্রহণ বাড়ানোর সিদ্ধান্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সি অধ্যাদেশ চূড়ান্ত করার দাবিতে শিক্ষার্থীদের চারদিনের কর্মসূচি চট্টগ্রাম-৪ আসনে আসলাম চৌধুরীর মনোনয়ন বৈধ ঘোষণা শবে বরাতের তারিখ নির্ধারণে আজ জাতীয় চাঁদ দেখা কমিটির সভা

শবে বরাতের তারিখ নির্ধারণে আজ জাতীয় চাঁদ দেখা কমিটির সভা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
  • ৫ বার দেখা হয়েছে

 

ধর্ম ডেস্ক

পবিত্র রমজান মাসের আগমনী বার্তা বহনকারী শবে বরাতের তারিখ নির্ধারণের লক্ষ্যে আজ সোমবার (১৯ জানুয়ারি) জাতীয় চাঁদ দেখা কমিটির একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হবে। সভা অনুষ্ঠিত হবে ইসলামী ফাউন্ডেশনের সভাকক্ষে, ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেনের সভাপতিত্বে সন্ধ্যা পৌনে ৬টায় (বাদ মাগরিব)।

ইসলামী ফাউন্ডেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশের আকাশে শাবান মাসের চাঁদ কোথাও দেখা গেলে তা দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর অনুরোধ করা হয়েছে। চাঁদ দেখা সংক্রান্ত তথ্য ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭ নম্বরে জানানো যাবে। পাশাপাশি সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বিষয়টি অবহিত করতে বলা হয়েছে।

ইসলামি বিধান অনুযায়ী শাবান মাসের ১৫তম রাতে (১৪ শাবান দিবাগত রাত) পালিত হয় পবিত্র শবে বরাত। এ উপলক্ষে পরবর্তী দিনটি সরকারি ছুটির মধ্যে অন্তর্ভুক্ত থাকে। শাবান মাসের সমাপ্তির পরই শুরু হয় মুসলমানদের রোজা সাধনার মাস রমজান।

আজ সোমবার যদি শাবান মাসের চাঁদ দেখা যায়, তাহলে আগামীকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) থেকে শাবান মাস গণনা শুরু হবে। সে ক্ষেত্রে ২ ফেব্রুয়ারি দিবাগত রাতে শবে বরাত পালিত হবে। অন্যদিকে, যদি চাঁদ দেখা না যায়, তাহলে রজব মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং বুধবার (২১ জানুয়ারি) থেকে শাবান মাস শুরু হবে। তখন শবে বরাত ৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে পালিত হবে।

শবে বরাত ইসলাম ধর্মে মর্যাদাসম্পন্ন চারটি রাতের অন্যতম। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এই রাতে পরম করুণাময় আল্লাহ বান্দাদের জন্য রহমত ও দয়ার ভাণ্ডার খুলে দেন। এ রাতের গুরুত্ব রমজান মাসের আগমনের সুসংবাদও বহন করে।

‘শবে বরাত’ শব্দটি দুটি ভিন্ন ভাষার সমন্বয়ে গঠিত। ‘শব’ ফারসি শব্দ, যার অর্থ রাত, আর ‘বরাত’ আরবি শব্দ, যার অর্থ নাজাত বা মুক্তি। অর্থাৎ শবে বরাত বলতে বোঝায়—জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার রাত।

নির্ভরযোগ্য হাদিসের মাধ্যমে এই রাতের ইবাদতের গুরুত্ব প্রমাণিত। নবীজি (সা.)-এর যুগ থেকে সাহাবা, তাবেইন ও তাবে-তাবেইনের মধ্যে নফল ইবাদত পালনের প্রথা চালু আছে। হাদিস শরিফে শবে বরাতকে ‘লাইলাতুন নিসফি মিন শাবান’ নামে উল্লেখ করা হয়েছে। তবে ধর্মশিক্ষার সঙ্গে সামঞ্জস্য রেখে এ রাতের ফজিলতের ধারণা সঠিকভাবে বোঝা ও পালন করা গুরুত্বপূর্ণ।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com