1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০৬:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিমান বিধ্বস্ত: চলে গেল সপ্তম শ্রেণির জারিফ, নিহত বেড়ে ৩৪ সবজির বাজারে উত্তাপ, কাঁচামরিচ আড়াইশ রাজধানীর প্রধান সড়কসহ অলিগলির সড়কও ভাঙাচোরা বর্ষায়ও চলছে খোঁড়াখুঁড়ি বেহাল সড়কে জনদুর্ভোগ আগামী নির্বাচনে অস্ত্রের চেয়েও ভয়াবহ হুমকি এআই সিইসি গাজায় ইসরাইলি হামলায় নিহত আরো ৮৯ ফিলিস্তিনি গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর গুলিতে ৮৯ জন ফিলিস্তিনি নিহত এবং আরো ৪৬৭ জন আহত হয়েছেন। এআই নীতিমালা নিয়ে কাজ শুরু হয়েছে : আইসিটি সচিব গভীর নিম্নচাপে প্লাবিত উপকূলের নিম্নাঞ্চল, ১৬ জেলায় জলোচ্ছ্বাস-প্রচণ্ড বৃষ্টির বার্তা বিএনপির উদ্বেগ পিআর ♦ নিবন্ধিত ৫৫ দলের ১৮টি পক্ষে, বিপক্ষে ২৮টি ♦ নির্বাচন নিয়েই শঙ্কা 4 seaports asked to hoist signal no 3 Another Milestone student dies, death toll rises to 34

সাসটেইনেবল ব্লু ইকোনমি বিষয়ক সেমিনার সামুদ্রিক সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য দক্ষ জনবল তৈরির ওপর গুরুত্বারোপ শিক্ষামন্ত্রীর

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৩ জুলাই, ২০১৭
  • ৯৮ বার দেখা হয়েছে

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, সামুদ্রিক সম্পদের অনুসন্ধান, আহরণ ও সুষ্ঠু ব্যবহারের জন্য এ বিষয়ে প্রযুক্তি, দক্ষতা ও জ্ঞান আয়ত্ত করতে হবে। সমুদ্র সম্পদের সম্ভাবনা ও সুযোগকে কাজে লাগানোর জন্য দক্ষ জনবল গড়ে তুলতে হবে।
শিক্ষামন্ত্রী আজ রাজধানীর সেগুনবাগিচায় ‘লিগ্যাল রেজিম এট সি এন্ড গভর্নেন্স অভ্ মেরিটাইম রিসোর্সেস ফর সাসটেইনেবল ব্লু ইকোনমি’ শীর্ষক দিনব্যাপী আন্তর্জাতিক সেমিনারের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি (বিএসএমআরএমইউ), বাংলাদেশ এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ব্লু ইকোনমি সেল যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।
শিক্ষামন্ত্রী বলেন, মানসম্পন্ন জনবল সৃষ্টির মাধ্যমে জাতীয় অর্থনীতিতে ব্লু ইকোনমির অবদান বাড়াতে হবে। সমুদ্র সম্পদকে কাজে লাগাতে হবে এবং এ সম্পদ রক্ষা ও বিকশিত হওয়ার সুযোগ দিতে হবে। সমুদ্র নীতি বিষয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাষ্ট্রনায়কোচিত দূরদৃষ্টিসম্পন্ন দিকনির্দেশনার কথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, এর ফলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আন্তর্জাতিক আদালতে বিপুল সমুদ্র এলাকা জয়ের মাধ্যমে প্রতিবেশী বন্ধুপ্রতিম দুটি দেশের সাথে বাংলাদেশের সমুদ্রসীমা চিহ্নিত হয়েছে। আমাদের সমুদ্র এলাকা এখন প্রায় আমাদের স্থলভাগের আয়তনের সমান। তিনি বলেন, এর ফলে সমুদ্র সম্পদ আহরণের যে বিপুল সম্ভাবনা তৈরি হয়েছে, এ সম্ভাবনা কাজে লাগাতে হবে।
তিনি বলেন, মেরিন সায়েন্সের বিকাশ ও শিক্ষার্থীদের এ বিষয়ে আগ্রহী করে তোলার জন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করছে। সমুদ্র সম্পদের ক্রমবর্ধমান গুরুত্ব অনুধাবন করে এবং ভবিষ্যতে সমুদ্র সম্পদ ব্যবস্থাপনার জন্য যোগ্য ও দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে সমুদ্র বিজ্ঞান বিষয়ে বিশেষায়িত বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করা হয়েছে। এ বিশ্ববিদ্যালয়ে ¯œাতক ও ¯œাতকোত্তর পর্যায়ে মেরিটাইম সংক্রান্ত বিভিন্ন বিষয়ে কোর্স চালু করা হয়েছে এবং ভবিষ্যতে আরো কোর্স চালু করা হবে। এছাড়া কক্সবাজার জেলার রামুতে বাংলাদেশ ওশানোগ্রাফি রিসার্চ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়েছে।
দেশের অর্জিত সমুদ্র সীমায় খনিজ সম্পদ অনুসন্ধান, উন্নত প্রযুক্তি উদ্ভাবন, সম্পদ আহরণ, দক্ষ জনবল তৈরি এবং উচ্চশিক্ষা ও গবেষণায় এ বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রিয়ার এডমিরাল এ এস এম আব্দুল বাতেনের সভাপতিত্বে অনুষ্ঠানে ভারতের ন্যাশনাল মেরিটাইম ফাউন্ডেশনের চেয়ারম্যান এডমিরাল আর কে ধাওয়ান (অব.) বক্তৃতা করেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com