1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ১২ মে ২০২৫, ০৯:৪৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আন্তর্জাতিক যে কারণে যুদ্ধবিরতিতে রাজি হলো ভারত-পাকিস্তান ৩ মিনিটের মাথায় ‘উধাও’ উপদেষ্টা মাহফুজের পোস্ট, কী লিখেছিলেন? পুঁজি সংকটে বিপর্যস্ত বেশ কয়েকটি ব্যাংক ট্রাম্পের ঘোষণা যুদ্ধবিরতিতে রাজি ভারত-পাকিস্তান ট্রাম্পের হুঁশিয়ারি পুতিনের সঙ্গে আলোচনায় রাজি জেলেনস্কি ‘ড. ইউনূসের প্রশংসায় ট্রাম্প’ ভিডিও প্রচার, যা জানা গেল আওয়ামী লীগের নিবন্ধনও স্থগিত হচ্ছে হাসিনা কামাল মামুনের বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দুর্নীতি-অনিয়ম সবচেয়ে বেশি উপদেষ্টা আসিফের মন্ত্রণালয়ে চার মৌলিক সূচকে তীব্র লড়াই ব্যাংক খাতে লুটপাটের প্রভাব আগামীতে অবস্থা আরও খারাপ হওয়ার শঙ্কা

সার ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনার উদ্যোগ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০১৭
  • ১০৫ বার দেখা হয়েছে

সার ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) সাথে কর্পোরেট সমঝোতা স্মারক (গড়ট) স্বাক্ষর করেছে রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল অপারেটর টেলিটক বাংলাদেশ লিমিটেড (টিবিএল)।
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী বেগম তারানা হালিম এর উপস্থিতিতে আজ শিল্প মন্ত্রণালয়ে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বিসিআইসির পক্ষে সংস্থার সচিব হাসনাত আহমেদ চৌধুরী এবং টেলিটকের পক্ষে সংস্থার ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. গোলাম কুদ্দুস সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
শিল্পমন্ত্রী বলেন, টেলিটকের প্রযুক্তিগত সহায়তায় মোবাইল ট্র্যাকিং সুষ্ঠু সার ব্যবস্থাপনায় নতুন মাত্রা যোগ করবে। বিসিআইসি আমদানিকৃত সার পরিবহণকালে ৭ লাখ মেট্রিক টন ইউরিয়া সার সব সময় ট্রানজিটে থাকে। এ সারের সঠিক অবস্থান তদারকির জন্য মোবাইল ট্র্যাকিং পদ্ধতি গুরুত্বপূর্ণ অবদান রাখবে। তিনি রাষ্ট্রায়ত্ত শিল্প কারখানার উৎপাদনশীলতা বাড়াতে অন্যান্য কারখানার সাথেও সমঝোতা স্মারক স্বাক্ষরের জন্য টেলিটকের প্রতি পরামর্শ দেন। টেলিটকের মোবাইল ট্র্যাকিং প্রযুক্তির প্রসার জঙ্গি অর্থায়ন প্রতিরোধ এবং দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবিলায় কার্যকর অবদান রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী বেগম তারানা হালিম বলেন, তৃণমূল পর্যায়ে মোবাইল যোগাযোগ নেটওয়ার্ক সম্প্রসারণে টেলিটক পথিকৃৎ ভূমিকা রেখেছে। ইতিমধ্যে ১০ লাখ মা’কে সিম বিতরণ করে টেলিটক মাতৃক্ষমতায়নে উদাহরণ সৃষ্টি করেছে। ভবিষ্যতে ২০ লাখ নারীকে সিম দিয়ে টেলিটক নারী ক্ষমতায়নে অবদান রাখবে। টেলিটক নেটওয়ার্ক শক্তিশালী করতে কয়েকটি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। জুন, ২০১৮ এর মধ্যে জেলা পর্যায়ে টেলিটক নেটওয়ার্ক শক্তিশালী ও উন্নত হবে বলে তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, এ কর্পোরেট সমঝোতা স্মারকের আওতায় টেলিটক বাংলাদেশ লিমিটেড বিসিআইসিকে হ্রাসকৃত মূল্যে ভয়েস, এসএমএস, এমএমএস, মোবাইল ট্র্যাকিংসহ অন্যান্য প্রযুক্তিগত সেবা প্রদান করবে। এর আওতায় সমুদ্র পথে আমদানিকৃত ইউরিয়া সার মাদার ভেসেল থেকে শুরু করে ডিলার পর্যন্ত পৌঁছানোর গোটা পরিবহণ কার্যক্রম ট্র্যাকিং করা যাবে যারফলে সার মনিটরিং কার্যক্রম আরো জোরদার হবে।
শিল্পসচিব মোহাম্মদ আব্দুল্লাহ্, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব মো.আজিজুল ইসলাম, বিসিআইসির চেয়ারম্যান শাহ মো. আমিনুল হকসহ শিল্প মন্ত্রণালয় এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com