শিক্ষিত ও দক্ষ জনগোষ্ঠী গড়তে পারে একটি উন্নত ও আধুনিক রাষ্ট্র। এজন্য সরকার শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক একথা বলেন।
প্রতিমন্ত্রী আজ যশোরের কেশবপুরে একইসঙ্গে ১১টি শিক্ষা প্রতিষ্ঠানে বায়োমেট্রিক হাজিরা ও অনলাইন স্কুল ম্যানেজমেন্ট সিস্টেমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। যশোরের জেলা প্রশাসক মোঃ আশরাফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ আব্দুস সামাদ।
প্রতিমন্ত্রী বলেন, শহরের শিক্ষার্থীদের সরকার যে সুযোগ-সুবিধা দিচ্ছে, সেই একই সুবিধা গ্রামের শিক্ষার্থীরাও পাচ্ছে। সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সামাজিক বা অর্থনৈতিক কোন ভেদাভেদ করেনি সরকার। তিনি বলেন, স্কুল, কলেজ ও মাদ্রাসায় শৃঙ্খলা বজায় রাখতে এবং ক্লাসে শিক্ষক ও ছাত্রছাত্রীদের উপস্থিতি নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে সরকার আন্তরিক। এ পদ্ধতিতে ছাত্রছাত্রীদের মানসম্মত ও গুণগত শিক্ষা প্রদান সহজ হবে।
স্থানীয় সরকার বিভাগের এলজিএসপি-৩ কর্মসূচির আওতায় কেশবপুরের শিক্ষা প্রতিষ্ঠানসমূহের জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে ১১টি শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল হাজিরা পদ্ধতি চালু করা হয়েছে। পর্যায়ক্রমে, কেশবপুরের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে এই ব্যবস্থার আওতায় আনা হবে বলে প্রতিমন্ত্রী জানান।
বায়োমেট্রিক হাজিরা ও অনলাইন স্কুল ম্যানেজমেন্ট সিস্টেমে অভিভাবকগণ এসএমএসের মাধ্যমে সন্তানের নিয়মিত উপস্থিতি, ক্লাস পারফর্মেন্স ও রেজাল্ট সম্পর্কে জানতে পারবেন। এছাড়া, অনলাইনে ভর্তি, পরীক্ষা, লাইব্রেরি সুবিধা প্রদান এবং শিক্ষক ও অভিভাবকের সরাসরি যোগাযোগ সম্ভব হবে।