1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ১১:২২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির মৃত্যু ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোটে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক ও সচেষ্ট দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কূটনীতিকদের ব্রিফিং আয়োজন উপদেষ্টা পরিষদ গুম প্রতিরোধ, হাওর সংরক্ষণ ও সুইজারল্যান্ডে দূতাবাস স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে ফয়সালের সব ধরনের অপকর্মে বাবা-মার সম্পৃক্ততা স্বীকার বিএনপি যুগপৎ আন্দোলনের শরিকদের আসন বন্টন নিয়ে সিদ্ধান্ত আগামীকাল হওয়ার সম্ভাবনা গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি সিঙ্গাপুরে ক্রিটিক্যাল অবস্থায় নারায়ণগঞ্জে আওয়ামী লীগের নেতা রবিউল হোসেন গ্রেপ্তার নবম পে-স্কেল প্রস্তাব: কমিশনের রিপোর্ট জমার সম্ভাব্য সময় নির্ধারণ মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিশান চৌধুরীর বিরুদ্ধে মামলার জবাব দাখিলের তারিখ আগামী ১২ জানুয়ারি

রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে কাউকে ফায়দা লুটতে দেয়া হবে না – ত্রাণমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০১৭
  • ১৩৩ বার দেখা হয়েছে

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, রোহিঙ্গা পরিস্থিতি বা ত্রাণ বিতরণ ও সংগ্রহের নামে কোনো গোষ্ঠীকে ফায়দা লুটতে দেয়া হবে না। সরকার বিষয়টিকে সম্পূর্ণ মানবিক দৃষ্টিকোন থেকে দেখছে। সবাইকে সেই দৃষ্টিভঙ্গি নিয়ে সাহায্যের হাত বাড়াতে হবে।
মন্ত্রী আজ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে রোহিঙ্গাদের সর্বশেষ পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনকালে একথা বলেন।
মন্ত্রী মিয়ানমারের বাস্তুচ্যুত নাগরিকদের জন্য বাংলাদেশ গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। এসময় তিনি জানান, এসব লোকদের কক্সবাজারের কুতুপালং ক্যাম্পে সাময়িকভাবে রাখা হচ্ছে। কুতুপালং ক্যাম্পকে ২০টি ব্লকে ভাগ করা হবে। প্রত্যেক ব্লকের জন্য একটি করে প্রশাসনিক ও পরিসেবা ইউনিট ও গোডাউন স্থাপন করা হবে। ফলে সেবা প্রদান সহজ হবে। তিনি জানান, ইতোমধ্যে ৭০ হাজারের অধিক শেড নির্মাণ করা হয়েছে। বর্তমানে রোহিঙ্গাদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় মোট ১ লাখ ৫০ হাজার শেড নির্মাণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। দেশি বিদেশি এনজিওদের সহায়তায় নির্মাণকাজ দ্রুত শেষ করা হবে।
খাদ্য পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, বিশ্ব খাদ্য সংস্থা ৬ লাখ লোকের খাদ্যের সংস্থান করবে। বাকি লোকদের দেশি বিদেশি সংস্থা থেকে প্রাপ্ত ত্রাণ থেকে খাদ্য সরবরাহ করা হবে। বিশ^ খাদ্য সংস্থা তাদের নতুন বাজেটে পরবর্তীতে বাকি লোকদের অন্তর্ভুক্ত করে নিবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ত্রাণসচিব মো. শাহ্ কামাল, কক্সবাজারস্থ শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আবুল কালাম, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক সৈয়দ এম এ হাসেমসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com