লোটন একরাম বিলুপ্তির পথে বিএনপি নেতৃত্বাধীন বহুল আলোচিত ‘২০ দলীয় জোট’ ও ‘জাতীয় ঐক্যফ্রন্ট’। জোট দুটির ব্যানারে আর কোনো রাজনৈতিক কর্মসূচি পালিত হবে না। নির্দলীয় সরকারের অধীনে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনের দাবি আদায়ের লক্ষ্যে নতুন জোট গঠনের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বিএনপি। অভিন্ন দাবিতে সমমনা দলগুলোর রাজপথে ‘যুগপৎ আন্দোলনে’র মাধ্যমে এ জোট গঠন করা হবে। নতুন জোটের সম্ভাব্য নাম হচ্ছে ‘সম্মিলিত বিরোধীদলীয় জোট’।
সারাদেশে সাংগঠনিকভাবে মোটামুটি শক্তিশালী ও সক্রিয় ডান-বাম-ইসলামী দল এবং সংগঠনগুলোর সমন্বয়ে এ জোট গড়ে তোলা হবে। অবশ্য এতে ২০ দলীয় জোট ও ঐক্যফ্রন্টের গুরুত্বপূর্ণ এবং গ্রহণযোগ্য দলগুলোও থাকবে। তবে কৌশলে বাইরে রাখা হবে যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত জামায়াতে ইসলামীকে। বিএনপি ও জোট দুটির নীতিনির্ধারক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।বিস্তারিত