ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪-দলীয় শরিক দলের নেতারাও দল ছাড়ছেন। এর মধ্যে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির অনেক নেতা ইতোমধ্যে দল ছেড়েছেন। কেউ কেউ সুবিধামতো অন্য রাজনৈতিক দলে আশ্রয় নেওয়ার জন্য যোগাযোগ করছেন। পদত্যাগকারী অনেকে বলছেন, ১৪ দলের ভবিষ্যৎ নেই, তাই বিকল্প খু্জঁছেন তারা। কেউ আগামী দিনে এমপি হওয়ার জন্যও এক দল থেকে আরেক যোগদান করছেন। আবার কেউ মামলা-মোকদ্দমা থেকে বাঁচতেও দলত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। পদত্যাগকারী একাধিক নেতার সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে।
জানা গেছে, দীর্ঘদিন ধরেই জোটের প্রধান দল আওয়ামী লীগের সঙ্গে শরিকদের টানাপোড়েন চলছিল। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে এ বিরোধ আরও প্রকাশ্যে আসে। নির্বাচনে আওয়ামী লীগসহ শরিকদের কেউ কেউ বিজয়ী হলেও মন্ত্রিসভা গঠনে শরিকদের কাউকে রাখা হয়নি। এ নিয়ে হতাশ ছিলেন শরিক দলের নেতারা। তারা জোটের কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলেছিলেন। সর্বশেষ ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শরিক দলের নেতাদের নামেও হত্যাসহ নানা মামলা হয়। এর মধ্যে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন একাধিক হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে এখন কারাগারে। সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা একাধিক মামলার আসামি হয়ে আত্মগোপনে আছেন। মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও মামলা হয়েছে তাঁদের বিরুদ্ধে।বিস্তারিত