1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
  3. jeradmin@deshmediabd.com : :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ব্রাজিলে বাস দুর্ঘটনায় ৩৮ জন নিহত ডলারের বাজার আবার অস্থির Govt grants 10-year tax holiday for renewable energy firms Mobile surveillance used in pinpointing victims’ location: Commission গ্যাস সংকটে উৎপাদন নেমে অর্ধেকে, কয়েক শ কারখানা বন্ধ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ইসির পরিকল্পনায় ডিসেম্বর ২০২৫ ভোটার তালিকায় ত্রুটি নেই দাবি ইসির সরকারের এক পক্ষ ২০২৬-এর এপ্রিলে, বিএনপিসহ সমমনারা চায় ২০২৫-এর জুনের মধ্যে ভোট জুলাই গণ-অভ্যুত্থান ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ ২০২৫-এর মধ্যেই নির্বাচন চায় বিএনপি ও বিভিন্ন দল লাইসেন্স ও ট্যাক্সের আওতায় আসছে ব্যাটারিচালিত রিকশা ফের আন্দোলনে নামছে বিএনপি দ্রুত সুস্পষ্ট রোডম্যাপ দাবি, চলছে নির্বাচনি প্রস্তুতি

সুউচ্চ দালানের কাহিনী প্রাচীন মিসর থেকে আজকের বিশ্ব; মানুষ আকাশচুম্বী অট্টালিকা নির্মাণে অসংখ্য নজির স্থাপন করেছে। সেই থেকে আজ অবধি বাড়ছে আকাশচুম্বী ভবনের তালিকা। নকশা ও নির্মাণকাজের সীমাবদ্ধতাগুলো কাটাতে অবিরাম চেষ্টা চলছে।

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ২৬ বার দেখা হয়েছে

ইতিহাসে সবচেয়ে সুউচ্চ ভবন

প্রাচীন মিসর থেকে আজকের দুবাই, উচ্চতার রেকর্ড ধারণ করে এমন কিছু ভবন আজকের বিশ্বে অত্যাশ্চর্য কীর্তি। পৃথিবীতে মিসরীয়দের হাত ধরেই প্রথম উঁচু ভবন নির্মাণের  ধারণা এসেছিল। সে এক বিশাল ইতিহাস, আজকে আমরা জানব তারই গল্প…

মানুষ যখন থেকে নির্মাণ করতে শুরু করেছে, তখন থেকে অসংখ্য স্থাপত্য বা উদ্ভাবন; একাল-সেকাল- সবকালে অনন্য নজির স্থাপন করেছে। কয়েক হাজার বছর ধরে এসব নির্মাণ আকাশের উচ্চতায় পৌঁছেছে, যা আমাদের বিভিন্ন প্রেরণার মাধ্যমে অনুপ্রাণিত হয়েছে। ধর্ম, জাতীয়তাবাদ, গণতন্ত্র, বাণিজ্য এবং নকশা এমন কয়েকটি নাম।

প্রায় ৪ হাজার ৫০০ বছর আগে প্রাচীন মিসরীয়রা তাদের ফারাওদের মমি করা দেহ রক্ষার জন্য বিশাল পিরামিড তৈরি করেছিল। বিশ্লেষকদের ভাষ্য, পৃথিবীর বুকে পিরামিড প্রথম উঁচু অট্টালিকা। তার পর কেটে যায় বহু বছর। কিন্তু নির্মাণ বা প্রকৌশলী উদ্ভাবন থেমে থাকেনি। পরবর্তীকালে খ্রিস্টানরা তাদের ধর্মীয় উপাসনালয় ক্যাথেড্রালগুলো তৈরিতে গথিক নকশা এবং নান্দনিকতায় পূর্ণ করে। যেখানে ব্যবহার করা হয়েছিল ‘উড়ন্ত বাট্রেস’ এবং ‘খিলানযুক্ত খিলান’। যা তৎকালীন পৃথিবীতে এসব স্থাপনাকে সুউচ্চ দালানের তকমা দেয়। যার অন্যতম উদাহরণ যুক্তরাজ্যের লিংকন ক্যাথেড্রাল, ক্যাথেড্রাল অব আওয়ার লেডি অব স্ট্রাসবার্গ।    আর ঊনবিংশ শতাব্দীতে বিশ্বের অন্যতম বিস্ময় হিসেবে আসে ‘টুইন টাওয়ার’। আমেরিকানরা নিউইয়র্কে আন্তর্জাতিক ব্যবসা প্রসারের জন্য এই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারটি তৈরি করেছিল; যা আজ কেবলই স্মৃতি। কারণ, আকাশচুম্বী ভবনটি সন্ত্রাসী হামলার শিকার হয়ে ধ্বংস হয়ে যায়।

 

আজকের বিশ্বে জনসংখ্যা বেড়ে চলেছে। সেই সঙ্গে বাড়ছে অর্থনীতি এবং আধুনিক নগরায়ণ। ফলে বাড়তি মানুষের আবাসনের জন্য নির্মাণ করতে হচ্ছে উঁচু উঁচু ভবন। কিছু কিছু ভবন এতটাই উঁচু যে, যেন আকাশকে ছোঁবে। বর্তমান পৃথিবী সত্যিকার অর্থেই আকাশছোঁয়ার প্রতিযোগিতায় নেমেছে। ফলে সেসব উঁচু দালান কিংবা স্থাপনার শহর আলাদা পরিচিতি পেয়েছে। আমেরিকার শহরগুলোয় নগরবিদরা ১৮৭০-এর দশকে উচ্চতর ভবন তৈরি করতে শুরু করেন। সে সময় তারা গৃহযুদ্ধের পর পরই ব্যাপক হারে অর্থনৈতিক প্রবৃদ্ধি দেখেন। চীনের মতো দেশের জন্য আকাশচুম্বী ভবনগুলো আরও বেশি অর্থপূর্ণ। কারণ, সেখানে সীমিত ভূমি এবং উল্লেখযোগ্য হারে জনসংখ্যার চাপ রয়েছে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com