জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সাবের আলী সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসকরা তাকে অ্যান্টিবায়োটিক দিলে দেখেন ওষুধ তার শরীরে কাজ করছে না। ২০টি অ্যান্টিবায়োটিকের টেস্ট দিলে দেখা যায়, রোগীর শরীরে অ্যান্টিবায়োটিক অকার্যকর বা রেজিস্ট্যান্স হয়ে গেছে। তারপর আরও ২০টি টেস্ট দিলে দেখা যায়, সেগুলোও অকার্যকর তার শরীরে। এরপর সব অ্যান্টিবায়োটিক টেস্ট দিয়ে দেখা যায় কোনো অ্যান্টিবায়োটিকই তার শরীরে কাজ করছে না।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. তুষার মাহমুদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেও প্রায়ই সিআরও (কার্বাপেনেম রেজিস্ট্যান্স অর্গানিজম) শনাক্ত হচ্ছে। যেটা খুবই শঙ্কাজনক। কারণ, সর্বোচ্চ মাত্রার অ্যান্টিবায়োটিক যখন রেজিস্ট্যান্স হওয়া শুরু করে তখন যে কোনো ধরনের অপারেশন-পরবর্তী ইনফেকশন-সংক্রান্ত জটিলতা প্রকট হয়। গ্রামাঞ্চলে পল্লী চিকিৎসক, কবিরাজ এমনকি ওষুধের দোকানদাররাও এ ধরনের অ্যান্টিবায়োটিক অযাচিতভাবে সামান্য জ্বর, কাশিতে ব্যবহার করছেন। ফলে এ জীবাণুগুলো রেজিস্ট্যান্স হয়ে ভিন্ন রূপে নিজেদের প্রকাশ করছে। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স রোগী এখন নিয়মিত সমস্যা হয়ে দাঁড়িয়েছে।’’বিস্তারিত