1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ০১:০৮ পূর্বাহ্ন

নগরে অরক্ষিত যাত্রী ছাউনি সড়কেই গাড়ির জন্য অপেক্ষা করেন যাত্রীরা। গাড়ি এলে ছোটাছুটি করে জীবনের ঝুঁকি নিয়ে গাড়িতে ওঠেন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ১৭ বার দেখা হয়েছে

আধুনিক যাত্রী ছাউনি রাজধানী ঢাকায় খুঁজে পাওয়াই দুষ্কর। যে কটি যাত্রী ছাউনি শহরজুড়ে নানা জায়গায় রয়েছে তার মধ্যে বেশির ভাগই রয়েছে অরক্ষিত অব্যবহৃত অবস্থায়। ফলে এসব ছাউনি টেম্পো স্ট্যান্ড থেকে শুরু করে হকার এবং জুয়াড়িদের দখলে। গতকাল রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে এমন চিত্রই দেখা গেছে।

ঢাকায় পুলিশের মতামতের ভিত্তিতে নির্মাণ করা যাত্রী ছাউনির উদ্দেশ্য ছিল বাস স্টপেজ এবং যাত্রী ওঠানামার কাজে ব্যবহার করা। কিন্তু যাত্রী ছাউনিগুলো দখল হয়ে থাকা, ব্যবহারের অনুপযোগী করে রাখা, যাত্রী ছাউনির স্থান নির্বাচন সঠিক না হওয়া, বাস না দাঁড়ানো, যাত্রীরা ছড়িয়ে-ছিটিয়ে থাকার প্রভাব পড়ছে রাজধানীর গণপরিবহন ব্যবস্থায়। যেখানে-সেখানে বাস থামিয়ে যাত্রী ওঠানামা করানোয় শহরজুড়ে লেগে থাকে যানজট।

সড়কেই গাড়ির জন্য অপেক্ষা করেন যাত্রীরা। গাড়ি এলে ছোটাছুটি করে জীবনের ঝুঁকি নিয়ে গাড়িতে ওঠেন। রাজধানীতে চলাচলরত পরিবহনগুলো কখনোই নির্ধারিত জায়গায় থামে না। সড়কের মধ্যেই চলতি অবস্থায় যাত্রী ওঠানামা করায়। মোহাম্মদপুর বসিলা রোডের অবস্থা আরও করুণ। এখানে বিদ্যমান একটি মাত্র যাত্রী ছাউনি গত দুই বছর ধরে ব্যবহার হচ্ছে টেম্পো স্ট্যান্ড হিসেবে। এখানে দাঁড়িয়ে থাকে সারি সারি টেম্পো। আর এর সামনে রয়েছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) ফেলে রাখা বিশাল বিশাল চাকতি। এতে ঢেকে গেছে যাত্রী ছাউনি।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com