1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধার করার তাগিদ বিএনপি মহাসচিব: স্বাধীনতা বিরোধী শক্তি বর্তমান রাজনৈতিক চক্রান্তে লিপ্ত বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলবে না, বিকল্প দল নির্ধারণ আইসিসির দায়িত্ব বিএনপি চেয়ারম্যানের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডিএমডিসি শোকজ করেছে ঢাকা-১৭ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামানকে ১৩তম সাধারণ নির্বাচনে ভোটারের মনোনয়ন, বিএনপি ও জামায়াতের প্রেক্ষাপট বাংলাদেশ ভারতে বিশ্বকাপে খেলতে অযৌক্তিক শর্ত মানবে না: ড. আসিফ নজরুল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত দলগুলোর সঙ্গে ইসির বৈঠক আজ দুই বছরের আগে বাড়িভাড়া বাড়ানো যাবে না: ডিএনসিসির নতুন নির্দেশনা আশা ভোঁসলের সংগীতজীবন ও রন্ধনসংস্কৃতির বহুমাত্রিক পথচলা

প্রধান উপদেষ্টা প্রয়োজনীয় সংস্কার শেষে ডিসেম্বর–জুনের মধ্যে নির্বাচন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ৯৯ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

 

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করেই দেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন হবে চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে।

বৃহস্পতিবার (২৯ মে) জাপানের রাজধানী টোকিওতে অনুষ্ঠিত ‘নিক্কেই ফোরাম: ৩০তম ফিউচার অব এশিয়া সম্মেলন–২০২৫’-এ প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ড. ইউনূস। বক্তব্য শেষে প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা এমন একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছি, যা ন্যায়বিচার, সমতা, স্বাধীনতা ও মানুষের মর্যাদা নিশ্চিত করবে। এর মাধ্যমে গণতন্ত্রে শান্তিপূর্ণ রূপান্তর সম্ভব হবে।’

ড. ইউনূস জানান, অন্তর্বর্তী সরকার তিনটি এজেন্ডা নিয়ে কাজ করছে—প্রথমত, প্রয়োজনীয় সংস্কার, দ্বিতীয়ত, ছাত্র-জনতার খুনিদের বিচার, এবং তৃতীয়ত, সাধারণ নির্বাচন।

তিনি বলেন, অনেকে প্রশ্ন করছেন—নির্বাচন জুনের মধ্যে কেন? ডিসেম্বরেই কেন নয়? এটি নির্ভর করছে সংস্কারের অগ্রগতির ওপর। আমরা এভাবে দেশকে ছেড়ে দিতে পারি না। সংস্কার শেষ করেই নির্বাচন হবে।

সম্মেলনে বক্তব্যের শুরুতে ড. ইউনূস বলেন, নিক্কেই ফোরাম এশিয়ার ভবিষ্যত নিয়ে আলোচনার এক বাতিঘর। এই গৌরবময় আসরে কথা বলার সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করছি।

নতুন বাংলাদেশ গঠনে জাপানকে সহযোগিতার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, “আমরা তরুণদের সঙ্গে নিয়ে বাংলাদেশকে একটি নতুন পথে নিয়ে যেতে চাই। দেশের মোট জনসংখ্যার অর্ধেক তরুণ, তাদের মাধ্যমেই সম্ভব স্বপ্নের বাংলাদেশ গড়া।”

তিনি আরও বলেন, আমরা আর সেই পুরনো বাংলাদেশে ফিরতে চাই না। নতুন বাংলাদেশ গঠনের পথে আমাদের বন্ধু ও অংশীদারদের সহযোগিতা চাই।

বক্তব্যে তিনি দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। বলেন, গাজা, ইউক্রেন ও মিয়ানমারের গৃহযুদ্ধ সহিংসতার ভয়াবহ উদাহরণ। এই অঞ্চলের কিছু দেশের মধ্যে সম্প্রতি স্বল্পমেয়াদি হলেও ব্যয়বহুল যুদ্ধ হয়েছে। যুদ্ধবিরতিতে পৌঁছানোয় সংশ্লিষ্ট নেতাদের ধন্যবাদ জানাই এবং দক্ষিণ এশিয়ায় শান্তিপূর্ণ সহাবস্থানের আশা রাখি।

বুধবার (২৮ মে) স্থানীয় সময় দুপুর ২টা ৫ মিনিটে টোকিও পৌঁছান ড. ইউনূস। তাকে স্বাগত জানান জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দাউদ আলী।

জাপানের সাবেক প্রধানমন্ত্রী ও জাপান-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লিগের সভাপতি তারো আসোর সঙ্গেও ইম্পেরিয়াল হোটেলে বৈঠক করেন ড. ইউনূস। সেখানেও নির্বাচন, সংস্কার ও রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা হয়।

চারদিনের সফর শেষে আগামী ৩১ মে দেশে ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com