1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৪:৪৯ অপরাহ্ন

স¦াস্থ্যমন্ত্রীর নির্মাণাধীন শেখ হাসিনা বার্ন হাসপাতাল পরিদর্শন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৯ মে, ২০১৭
  • ১০৩ বার দেখা হয়েছে

রাজধানীর চানখাঁরপুলে নির্মাণাধীন বার্ন হাসপাতাল ‘শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অভ্ বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি’ এর কাজ আগামী বছরের সেপ্টেম্বরের মধ্যে শেষ করার জন্য নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ইনস্টিটিউটের উদ্বোধন করবেন বলে জানিয়ে তিনি বলেন, অগ্নিদগ্ধ মানুষের সেবাদানের ক্ষেত্রে ৫০০ শয্যাবিশিষ্ট এই হাসপাতাল দক্ষিণ-পূর্ব এশীয় অঞ্চলে শীর্ষস্থানে পৌঁছাতে সক্ষম হবে।
তিনি আজ রাজধানীর চানখাঁরপুলে ‘শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অভ্ বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি’র নির্মাণ কাজ পরিদর্শনকালে একথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ২০১৩ ও ২০১৪ সালে বিরোধী দলের জ¦ালাও পোড়াও রাজনীতি এবং আগুন সন্ত্রাসের শিকার অগ্নিদগ্ধ নিরীহ মানুষের আর্তনাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিমূঢ় করে তুলেছিল। তিনি ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ছুটে গিয়েছিলেন অসহায় মানুষদের পাশে দাঁড়াতে। তাঁরই নির্দেশে এদেশে প্রথম আন্তর্জাতিক মানের একটি বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট গড়ে তোলার কাজ হাতে নেয়া হয় যাতে বিদেশ থেকেও রোগীরা এখানে সেবা নিতে আসে।
পরিদর্শনকালে ইনস্টিটিউটের নির্মাণ কাজের অগ্রগতি সম্পর্কে মন্ত্রীকে পাওয়ার পয়েন্ট উপস্থাপনের মাধ্যমে ধারণা দেওয়া হয়। এসময় তাঁকে জানানো হয়, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের আন্তর্জাতিক মানের চিকিৎসক ও নার্সদের তত্ত্বাবধানে ইতোমধ্যে বাংলাদেশের চিকিৎসক ও নার্সদের প্রশিক্ষণের কাজ শুরু হয়েছে। গত এপ্রিলে এক ব্যাচের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। তিন বছর মেয়াদে ধাপে ধাপে এই প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হবে। নির্মাণ কাজ যেন ত্রুটিমুক্ত ও বিশ^মানের হয় সেদিকে সতর্ক থাকার জন্য মন্ত্রী সংশ্লিষ্টদের নির্দেশ দেন। ইনস্টিটিউটে গবেষণা এবং দক্ষ জনবল সৃষ্টিতে শিক্ষা ও প্রশিক্ষণের সুযোগ সৃষ্টির ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
এসময় প্রকল্প সমন্বয়ক অধ্যাপক ডা. সামন্ত লাল সেন, ঢামেক বার্ন ইউনিটের প্রধান অধ্যাপক ডা. আবুল কালাম, বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আফজালুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দিলীপ কুমার রায়সহ মন্ত্রণালয়, ঢামেক হাসপাতাল এবং নির্মাণ সংশ্লিষ্ট সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com