1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০৭:৪০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
গুলশানে সাবেক এমপির বাড়িতে চাঁদাবাজি, সমন্বয়ক রিয়াদসহ গ্রেপ্তার ৫ ইরানে এবার আদালতে সন্ত্রাসী হামলা, নিহত ৫ জুলাই সনদের খসড়া সোমবারের মধ্যে দলগুলোর কাছে পাঠানো হবে: আলী রীয়াজ ইসিতে আয় ও ব্যয়ের হিসাব জমা দিলো বিএনপি, এক বছরে আয় ১৫ কোটি ৬৫ লাখ টাকা নৌকার বিকল্প ছক লাঙ্গলে! আগামী নির্বাচনে আওয়ামী লীগ সরাসরি অংশ নিতে না পারলে স্বতন্ত্রভাবে প্রার্থী দিতে পারে। এ ছাড়া দীর্ঘদিনের মিত্র ১৪ দলীয় জোটের বিভিন্ন দলের সাথেও ভোটের রাজনীতিতে যুক্ত হতে পারে। যুক্তরাষ্ট্রে ১৭৩ যাত্রী নিয়ে ওড়ার আগমুহূর্তে বিমানে আগুন বয়লার পরিদর্শক মান্নানের শতকোটি টাকার সম্পদ শ্রীপুরে সিরামিক কারখানায় ১০ দাবিতে শ্রমিকদের বিক্ষোভ আগামীর সংকট পিআর ইস্যু সংসদ নির্বাচন ‘ব্যাংকের ৮০% টাকা নিয়ে গেছে, পুনর্গঠনে ৩৫ বিলিয়ন লাগবে’ অর্থ উপদেষ্টা

১৩তম বাজেট অধিবেশন বসছে ২ জুন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১১ মে, ২০২১
  • ১৪৪ বার দেখা হয়েছে

২০২১-২২ অর্থবছরের একাদশ জাতীয় সংসদের ১৩তম বাজেট অধিবেশন বসছে ২ জুন। এদিন বিকেল ৫টায় অধিবেশন শুরু হবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মঙ্গলবার (১১ মে) এই অধিবেশন আহ্বান করেছেন।

সূত্রে জানা যায়, এবারের প্রস্তাবিত বাজেটের আকার প্রায় ৬ লাখ কোটি টাকার মতো হতে পারে। আগামী অর্থবছরের বাজেট পেশ হবে অধিবেশন শুরুর পরদিন ৩ জুন বৃহস্পতিবার। করোনাভাইরাস মহামারির মধ্যে গত বছরের বাজেট অধিবেশনের মতো এবারও অধিবেশনটি সংক্ষিপ্ত ও স্বাস্থ্যবিধি মেনে হবে।

এ বিষয়ে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া গণমাধ্যমকে বলেন, আগামী ২ জুন অধিবেশন শুরু হচ্ছে। ওইদিন বিকেল ৫টায় অধিবেশন শুরু হবে। বাজেট পেশ হবে পরদিন বৃহস্পতিবার (৩ জুন)।

জানা গেছে, ২০২১-২২ অর্থবছরের বাজেট অধিবেশনটি চলমান একাদশ জাতীয় সংসদের ১৩তম অধিবেশন। বর্তমান অর্থমন্ত্রীর তৃতীয় বাজেট পেশ। বর্তমান আওয়ামী লীগ সরকারের টানা ১৩তম বাজেট। এই বাজেট সংক্রান্ত সব এমপি ও কর্মকর্তাদের করোনা টেস্ট করা হবে। এ অধিবেশনে তুলনামূলক তরুণ এমপিদের সংসদে উপস্থিত থাকার জন্য উৎসাহ দেয়া হবে।

অধিবেশন চলাকালে প্রধানমন্ত্রীর সংস্পর্শে যেতে লাগবে করোনার নেগেটিভ রিপোর্ট। সর্বনিম্ন সংখ্যক ব্যক্তিদের নিয়ে অধিবেশনের কার্যক্রম পরিচালনা করা হবে। সংসদ চলাকালীন দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ থাকবে। তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারে সামাজিক দূরত্ব নিশ্চিত করা হবে।

এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানায়, ২০২০-২১ অর্থবছরের বাজেটের মতো আসন্ন অর্থবছরের বাজেটেও স্বাস্থ্যখাতকে অগ্রাধিকার দেয়া হবে। ২০২১-২২ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্যসেবা বিভাগ এবং স্বাস্থ্যশিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের বরাদ্দ বাড়ানো হচ্ছে।

এর মধ্যে স্বাস্থ্যসেবা বিভাগের জন্য বরাদ্দ থাকবে প্রায় ২৬ হাজার কোটি টাকা, যা চলতি বাজেটে রয়েছে ২২ হাজার ৯৫৩ কোটি টাকা। স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগকে দেয়া হবে প্রায় ৯ হাজার কোটি টাকা, যা চলতি বাজেটে রয়েছে প্রায় সাড়ে ছয় হাজার কোটি টাকা।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com