1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
  3. jeradmin@deshmediabd.com : :
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৭:২৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সচিবালয়ে আগুন: ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন প্রযুক্তির নতুন দিগন্ত নতুন বছরে আলোচনায় থাকবে যেসব উদ্ভাবন উইকিপিডিয়া কীভাবে পরিচালিত হয়, কতটা নির্ভরযোগ্য এর তথ্য? এক্সক্লুসিভ কাটা-ছেঁড়া ছাড়ছে না ড্যাপকে সচিবালয়ে লাগা আগুন ১০ ঘণ্টা পর পুরোপুরি নিভল প্রাণঘাতী কমিয়ে শর্ট ব্যারেল অস্ত্র তিন বিভাগে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির আভাস জাহাজে ৭ খুন: লাশ নিতে স্বজনদের ভিড়, শিল্প মন্ত্রণালয়ের তদন্ত কমিটি গঠন ৪৩ বিলিয়নের চাপে দেশ ♦ আওয়ামী লীগ সরকারের প্রকল্পে বিদেশি ঋণ কিস্তি পরিশোধের ঝুঁকি ♦ অন্তর্বর্তী সরকারকে পরিশোধ করতে হবে ২.৬ বিলিয়ন, বাকি দায় যাবে নির্বাচিত সরকারের ঘাড়ে Khulna-Dhaka train services via Padma Bridge begin officially

ভুয়া করোনা নেগেটিভ সার্টিফিকেট দিত তারা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৩ জুলাই, ২০২১
  • ১০৪ বার দেখা হয়েছে

সংবাদদাতানারায়ণগঞ্জস্বাস্থ্য মন্ত্রণালয়ের চিঠি জালিয়াতি করে তৈরি করা হয়েছে কোভিড-১৯ অ্যান্টিজেন পরীক্ষার অনুমোদনপত্র। পরীক্ষা ছাড়াই বিদেশগামী কোভিড পজিটিভ যাত্রীদের দেওয়া হতো নেগেটিভ সার্টিফিকেট। এসব কাজের জন্য টাকার বিনিময়ে সারা দেশে দেওয়া হচ্ছিল কর্মী নিয়োগ। সবই চলছিল ‘টিকেএস হেলথকেয়ার লিমিটেড’ নামের একটি কথিত প্রতিষ্ঠানের নামে।

প্রতারণার শিকার কয়েকজন বিদেশগামী যাত্রীর ভুয়া কোভিড সার্টিফিকেট বিষয়ে অনুসন্ধান করতে গিয়ে টিকেএস হেলথকেয়ারের সন্ধান পায় স্বাস্থ্য অধিদপ্তর। তাঁদের অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে কথিত প্রতিষ্ঠানটির একজন সহকারী ব্যবস্থাপককে আটক করেন র‍্যাব-১১–এর সদস্যরা। আটক ব্যক্তির নাম মো. মোস্তাকিম (২৬)। তাঁর বাড়ি উপজেলার বিশনন্দী পূর্বপাড়া এলাকায়।

এ ঘটনায় শুক্রবার সকালে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আশরাফুল আমিন বাদী হয়ে ৩৮ জনের বিরুদ্ধে একটি মামলা করেন। এতে মোস্তাকিমসহ তিনজনের নাম উল্লেখ করা হয়। বাকি ৩৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

মামলার অন্য দুই আসামির নাম টিকেএস হেলথকেয়ারের চেয়ারম্যান আবুল হাসান (৩৮) ও মহাব্যবস্থাপক আবদুল্লাহ আল মামুন (৩১)। আবুল হাসানের বাড়ি ঝালকাঠির রাজাপুর উপজেলার ডহর শংকর এলাকায়। আর আবদুল্লাহ আল মামুনের বাড়ি যশোরের চৌগাছা থানার সলুয়া এলাকায়।

মামলায় ভুয়া অনুমতিপত্র বানানো, অবৈধভাবে পরীক্ষা কার্যক্রম চালানো, কর্মী নিয়োগের নামে লোকজনের কাছ থেকে টাকা আত্মসাৎ ও পরীক্ষা না করেই বিদেশগামী কোভিড-১৯ পজিটিভ যাত্রীদের নেগেটিভ সার্টিফিকেট দেওয়াসহ বেশ কিছু অভিযোগ করা হয়েছে।

এজাহার ও আড়াইহাজার থানার পুলিশ সূত্রে জানা গেছে, টিকেএস হেলথকেয়ারের নামে একটি চক্র রাজধানী ঢাকা থেকে নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে সারা দেশে কর্মী নিয়োগ দিচ্ছিল। তারা চাকরি দেওয়ার কথা বলে বিভিন্ন অঙ্কের টাকা হাতিয়ে নিত। বেশ কিছুদিন ধরে তারা বিদেশগামী কোভিড পজিটিভ যাত্রীদের টাকার বিনিময়ে ভুয়া নেগেটিভ সার্টিফিকেট দিচ্ছিল।

বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরের নজরে এলে তাদের একটি দল অনুসন্ধান করে আড়াইহাজার এলাকার বেশ কিছু বিদেশগামী যাত্রীর ভুয়া কোভিড সার্টিফিকেট শনাক্ত করে। সেসব সার্টিফিকেটের সূত্র ধরেই মোস্তাকিমের সন্ধান পাওয়া যায়। পরবর্তী সময়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষে আশরাফুল আমিন র‍্যাব-১১ বরাবর অভিযোগ করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা আড়াইহাজার থানার উপপরিদর্শক তারেক পারভেজ প্রথম আলোকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, মোস্তাকিম নিজেও একটি নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে ৩৫ হাজার টাকা বেতনে ওই চক্রের সঙ্গে যুক্ত হন। তারা সারা দেশেই তাদের নেটওয়ার্ক বিস্তারের চেষ্টা করছিল। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জের করোনা ফোকাল পারসন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, নারায়ণগঞ্জে টিকেএসের তেমন কোনো কার্যক্রম নেই। প্রতারণার শিকার বিদেশগামী যাত্রীদের মধ্যে কয়েকজন আড়াইহাজারের বাসিন্দা। এমন প্রতারণার বিষয়ে বিদেশগামী যাত্রীদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারি-বেসরকারি কোনো সংস্থার পক্ষেই কোভিড সার্টিফিকেট বদলের সুযোগ নেই। প্রতিটি কোভিড সার্টিফিকেট স্বাস্থ্য অধিদপ্তরের সার্ভারে সংরক্ষিত থাকে। বিমানবন্দরে যাত্রীদের সেসব তথ্য যাচাই করা হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com