1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
  3. jeradmin@deshmediabd.com : :
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১০:৪৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ

বঙ্গবন্ধুকে কটূক্তি: মেয়র জাহাঙ্গীরকে বহিষ্কারের দাবিতে গাজীপুরে বিক্ষোভ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৬৯ বার দেখা হয়েছে

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বক্তব্যের তথ্য নিয়ে কটূক্তি করায় মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে গাজীপুরের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও প্রতিবাদ সভা হয়েছে। আজ বৃহস্পতিবার গাজীপুর-টঙ্গী সড়কে এ বিক্ষোভ সমাবেশ হয়েছে। এ আন্দোলনে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে মেয়র জাহাঙ্গীরকে বহিষ্কারের দাবি জানানো হয়।

গাজীপুর মহানগরীর চান্দনা-চৌরাস্তা, কোনাবাড়ি, টঙ্গীর গাজীপুরা, জেলা শহর কেন্দ্রে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতা-কর্মীরা ওই বিক্ষোভ ও প্রতিবাদ সভায় অংশ নিয়েছে। এ সময় গাজীপুরায় বিক্ষোভ মিছিলকারীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। এ ছাড়া বিক্ষোভকারীরা রেললাইন অবরোধ করে টায়ার ধরিয়ে আগুন জ্বালিয়ে দেয়। এ সময় প্রায় ১ ঘণ্টার জন্য রেল যোগাযোগ বন্ধ ছিল।

আওয়ামী লীগের বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটাক্ষ করে ইতিহাস বিকৃতি ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে জাহাঙ্গীর আলম মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। ফেসবুকে ভাইরাল হওয়া অডিওতে মেয়র জাহাঙ্গীর আলম বলছেন, ‘এই যে আমাগো বঙ্গবন্ধু ৩০ লাখ মারাইছে, ৩০ লাখ মানে ৬৪ জেলায় পঁয়তাল্লিশ হাজার কইরা মারছে প্রতি জেলায়। হের স্বার্থ উদ্ধার কইরা লইছে। আমরা যদি ব্রিটিশের লগে থাকতাম তবে পৃথিবীর সব চাইতে লেটেস্ট জাতি থাকতাম।’ এমন কটূক্তি করার অপরাধে জাহাঙ্গীরকে পদ থেকে বহিষ্কারের দাবি জানান আওয়ামী লীগের নেতারা।

টঙ্গী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই নূর মোহাম্মদ বলেন, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দিয়েছে। ১ ঘণ্টার জন্য রেল যোগাযোগ বন্ধ ছিল। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। রেল যোগাযোগও অব্যাহত রয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com