ওমর কায়সার
পথচারীদের চলাচলের জন্য ফুটপাত। সেই ফুটপাত দেখভালের দায়িত্ব চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক)। কেউ ফুটপাত দখল করলে উচ্ছেদের দায়িত্বও তাদের। কিন্তু এই দায়িত্বের বিপরীতে অবস্থান নিয়ে নগরের ফুটপাতে দোকান বরাদ্দ দেওয়ার ব্যবস্থা করছে তারা। এই খবরে ক্ষুব্ধ ও হতাশ চট্টগ্রাম নগরবাসী।
পত্রিকার খবরে প্রকাশ, নগরের ব্যস্ত শিল্প এলাকায় শেরশাহ টেক্সটাইল ও তারা গেট এলাকায় উন্নয়ন চার্জের বিনিময়ে দেড় কিলোমিটার ফুটপাত জুড়ে ২৫৫টি দোকানের বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত পাকাপোক্ত করেছে করপোরেশন। বর্তমানে শেরশাহ এলাকা সড়কের দুই পাশে ফুটপাতে পাকা স্থায়ী দোকান নির্মাণের কাজ চলছে। কিছু দোকানের কাজ সম্পন্ন হয়েছে। আর কিছুর কাজ শেষ পর্যায়ে। এ এলাকায় নির্মিত হবে ১০০টি দোকান। আর তারাগেট এলাকায় ইতিমধ্যে নির্মাণসামগ্রী জমা হয়ে আছে। সেখানে নির্মিত হবে ৯০টি দোকান। এভাবে টেক্সটাইল মোড় থেকে চন্দ্রনগর পর্যন্ত সড়কের দুই পাশে ফুটপাতেও দোকান তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে করপোরেশন। ফলে এসব এলাকায় আর ফুটপাত বলে কিছু থাকবে না।বিস্তারিত