1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১৬ মে ২০২৫, ০৩:২৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দেশ অনুসারে বিশ্বের সমস্ত বিলিয়ন ডলার কোম্পানি কেন্দ্রীয় ব্যাংকের সংবাদ সম্মেলন আইএমএফের ঋণের দুই কিস্তি ‘জুনের মধ্যে’ :: বিশ্বব্যাংক, এডিবি, জাইকা, এআইআইবি দিবে আরও ২ দশমিক ২০ বিলিয়ন :: ডলারের দাম এখন থেকে ঠিক করবে ‘বাজার’: গভর্নর সাড়ে ৩ বিলিয়ন ডলার ঋণ সহায়তা পাচ্ছে বাংলাদেশ বিশ্বব্যাংকের সঙ্গে বৈঠক এ মাসেই ঋণ চুক্তি, জুনের মধ্যে ছাড় ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে হুঁশিয়ারি সংকেত আওয়ামী লীগের সব সোশ্যাল প্ল্যাটফর্ম বন্ধে চিঠি দ্বিতীয় দিনেও অনড় অবস্থানে জবি শিক্ষার্থীরা পানির বোতল ছুঁড়ে মারায় কথা শেষ না করেই চলে গেলেন উপদেষ্টা রাজধানীজুড়ে বিক্ষোভ অবরোধ রণক্ষেত্রে পরিণত কাকরাইল তিন দফা দাবিতে জবি শিক্ষক শিক্ষার্থীদের লংমার্চ, পুলিশের লাঠিপেটায় ছত্রভঙ্গ, আহত শতাধিক অনির্দিষ্টকালের জন্য বন্ধ বিশ্ববিদ্যালয়। সমস্যা সমাধানে আলোচনা : মাহফুজ নগরে অরক্ষিত যাত্রী ছাউনি সড়কেই গাড়ির জন্য অপেক্ষা করেন যাত্রীরা। গাড়ি এলে ছোটাছুটি করে জীবনের ঝুঁকি নিয়ে গাড়িতে ওঠেন Government writes to BTRC to take down Awami League website, social media accounts

ভরা মৌসুমেও চড়া সবজির বাজার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১
  • ৯৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বাজারগুলোয় সব ধরনের সবজি বিক্রি হচ্ছে বাড়তি দামে। প্রায় দুই মাস আগে বাজারে আসতে শুরু করে শীতের সবজি। শুরুতে বেশি দামে বিক্রি হয়েছে কিন্তু এখন ভরা মৌসুমে পর্যাপ্ত সরবরাহ থাকার পরও দাম খুব একটা কমেনি। শীতকালীন এসব সবজির দাম না কমায় অন্য সবজিও বিক্রি হচ্ছে বেশি দামে। তবে বিক্রেতারা বলছেন, এ মাসের শেষে সরবরাহ বাড়লে সব সবজির দাম কমে আসবে।

রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায়, অধিকাংশ সবজি গত সপ্তাহের দামেই বিক্রি হচ্ছে। এর মধ্যে ফুলকপি আকারভেদে ২০-৪০ টাকা, বাঁধাকপি ২৫-৪০, যা গত সপ্তাহে ছিল ২৫-৫০, টমেটো ১০০-১২০, গাজর ১০০, যা গত সপ্তাহে ছিল ১০০-১২০ টাকা।

এদিকে শিমের দাম কিছুটা কমেছে। গত সপ্তাহে ১২০-১৩০ টাকা কেজি হলেও এ সপ্তাহে ৮০-১০০ টাকায় বিক্রি হয়। এছাড়া ঢেঁড়স ৫০-৬০ টাকা, পটোল ৩৫-৪০, বরবটি ৪০-৫০, মুলা ৩৫-৪০, করলা ৬০-৭০, চিচিঙ্গা ৫০-৫৫ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া কাঁচকলা প্রতি হালি ৩০-৪০ টাকা, মুলাশাক ৮-১৫ টাকা আঁটি, লালশাক ১০-১৫ ও পালংশাক ১৫-২০ টাকায় বিক্রি হয়।

বেসরকারি চাকরিজীবী হাবিব রহমান বলেন, বাজারে এখন পর্যপ্ত শীতের সবজি রয়েছে। কিন্তু দাম আগের মতোই আছে। এসব সবজির দাম না কমানোয় অন্য সবজিতেও এর প্রভাব পড়েছে। ফলে বাধ্যহ হয়েই অতিরিক্ত দাম দিয়ে কিনতে হচ্ছে। তবে গত বছর এমন সময়ে এসে সব ধরনের সবজির দাম স্বাভাবিক ছিল।

কারওয়ান বাজারের সবজি ব্যবসায়ী মো. শওকত খান বলেন, গত কয়েক সপ্তাহের তুলনায় সব ধরনের সবজির দাম স্বাভাবিক রয়েছে। এখন সরবরাহ কম, আগামী সপ্তাহ থেকে সরবরাহ বাড়লে দাম আরো কমে আসবে। আশা করি, এ মাসের শেষে শীতকলীন সবজিসহ অন্যন্যা সবজির দাম একেবারে কমে আসবে।

এদিকে বাজারে সবজির দাম না কমলেও কিছুটা কমেছে মুরগির দাম এবং অপরিবর্তিত রয়েছে ডিমের দাম। রাজধানীর বাজারগুলোয় ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৬০-১৬৫ টাকায়, যা গত সপ্তাহে ছিল ১৬৫-১৭০, সোনালি মুরগির কেজি ২৯০-৩২০, যা গত সপ্তাহে ছিল ৩০০-৩২০ টাকা। এছাড়া লেয়ার বিক্রি হচ্ছে ২৪০-২৫০ টাকায়।

এছাড়া রাজধানীর বাজারগুলোয় মাছের দাম অপরিবর্তিত রয়েছে। এর মধ্যে মাঝারি সাইজের ইলিশ বিক্রি হচ্ছে ১০০০-১২০০ টাকা কেজি, রুই ও কাতল বিক্রি হচ্ছে ২৮০-৩৫০ টাকা কেজি, শিং ও টাকি ৩০০-৩৫০ টাকা কেজি, শোল ৫০০-৬০০ টাকা কেজি, তেলাপিয়া ও পাঙ্গাশ ১৫০-১৭০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com