1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৬:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিয়ে প্রস্তুত বিএনপি: মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্তের অপেক্ষা ভারতে শেখ হাসিনার অবস্থান ব্যক্তিগত সিদ্ধান্ত: মন্তব্য ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর এশিয়ার তিন দেশে ভয়াবহ বন্যায় মৃত প্রায় ১ হাজার ৮০০ রূপগঞ্জে কিশোরদের সাজানো ডাকাতির নাটক, তিনজন গ্রেপ্তার দক্ষিণ এশিয়ায় নতুন আঞ্চলিক সহযোগিতা কাঠামো গঠনের প্রস্তাব পাকিস্তানের ভবন নির্মাণে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে রাজউক চেয়ারম্যান ফেব্রুয়ারির নির্বাচনে ব্যাপক অংশগ্রহণের আশা সালাহউদ্দিন আহমদের প্রাথমিক শিক্ষকদের ‘কমপ্লিট শাটডাউন’ স্থগিত, রবিবার থেকে সব বার্ষিক পরীক্ষা শুরু রাজশাহীতে এনসিপি নেতা সারজিস আলমকে ‘অবাঞ্ছিত’ ঘোষণার দাবি নতুন প্রজন্মকে সঙ্গে নিয়ে রাজনীতি করার আহ্বান ভিপি সাদিক কায়েমের

বিজয়ের প্রাপ্তি ও প্রত্যাশা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১
  • ২২৩ বার দেখা হয়েছে

মো. সাইফুল মিয়া

পৃথিবীর বুকে বাংলাদেশ নামক দেশটি জন্মের পঞ্চাশ বছরে পদার্পণ করেছে। পঞ্চাশ বছর আগে আমাদের প্রিয় মাতৃভূমি সুজলা-সুফলা বাংলাদেশ পরাধীনতার শেকলে আবদ্ধ ছিল। ১৯৭১ সালে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে বাংলাদেশের মানুষ ঝাঁপিয়ে পড়ে মহান স্বাধীনতা সংগ্রামে। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ নামক দেশটির জন্ম হয়। তখন থেকে বিশ্ব মানচিত্রে বাংলাদেশ নামক ভূখণ্ডটি স্বাধীন ও সার্বভৌমত্ব দেশ হিসাবে জায়গা করে নেয়।

১৯৭১ সালের বাংলাদেশ এবং ২০২১ সালের বাংলাদেশের মধ্যে আমূল পরিবর্তন এসেছে। মাত্র পঞ্চাশ বছরে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। ১৯৭১ সালে সদ্য স্বাধীন হওয়া বাংলাদেশের মাত্র ৭৮৬ কোটি টাকার বার্ষিক বাজেট আজ পরিণত হয়েছে ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেটে। সেদিনের ১২৯ ডলার মাথাপিছু আয়ের দেশটিতে বর্তমান মাথাপিছু আয় ২২২৭ ডলার। মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু রোধ, শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন সামাজিক সূচকে উন্নতি করেছে বাংলাদেশ।

স্বাধীনতার আগে আমাদের দেশের বিশ্বিবিদ্যালয় ছিল হাতেগোনা কয়েকটি। কিন্তু ২০২১ সালে আমাদের দেশে বিশ্ববিদ্যালয় সংখ্যা দাঁড়িয়েছে ৫০-এরও বেশি। নিরক্ষরমুক্ত বাংলাদেশও হয়েছে। আমরা আমাদের মায়ের ভাষায় নিজের আবেগ অনুভূতিগুলো প্রকাশ করতে পারছি। বিশ্বের উন্নত দেশগুলোর সঙ্গে পাল্লা দিতে শুরু করেছি। যানজট সমস্যা নিরসনের লক্ষ্যে রাজধানীতে ২০ মেট্রোরেল প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। বাঙালির স্বপ্নের সেতু ‘পদ্মা’ নিজস্ব বাজেটেই সম্পন্ন হচ্ছে। বিশ্বের ৫৭তম দেশ হিসাবে বাংলাদেশ মহাকাশে ‘বঙ্গবন্ধু-১’ স্যাটেলাইট পাঠিয়েছে। তারপরও আমাদের অপ্রাপ্তি কী?

স্বাধীনতার ৫০ বছরে এসে আমাদের সময় এসেছে ফিরে দেখার-যে মূলমন্ত্রে দীক্ষিত হয়ে ১৯৭১ সালে ৩০ লাখ শহিদ তাদের মহামূল্যবান জীবন আত্মত্যাগ দিয়েছে; এ দেশ কি তা দিতে পেরেছে? শিক্ষাব্যবস্থার সর্বোচ্চ পর্যায় হলো বিশ্ববিদ্যালয়; যেখান থেকে বিশ্বমানের গবেষক, বুদ্ধিজীবী, চিকিৎসক, শিক্ষক গড়ে ওঠে। কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর চিত্র সম্পূর্ণ ভিন্ন। আমাদের দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্বের সেরা আটশ বিশ্ববিদ্যালয়ের মধ্যে নেই। অথচ আমাদের প্রতিবেশী দেশ ভারত, পাকিস্তানেরও বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় ভালো অবস্থানে রয়েছে। আমাদের চিকিৎসা ব্যবস্থা আরও করুণ। দেশের অধিকাংশ জায়গায় ভালো কোনো হাসপাতাল নেই। এ ছাড়া সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি, বেপরোয়া

গতির যানবাহনের কারণে কত তাজা প্রাণ সড়কে অকালে ঝরে যাচ্ছে।

এসব প্রতিবদ্ধকতা দূর করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনা বাংলা গড়ে তোলা হবে, এটাই প্রত্যাশা।

শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com