চট্টগ্রামভিত্তিক পোশাক খাতের অন্যতম শীর্ষ গ্রুপ ফোর এইচ গ্রুপ। ব্যবসায়িক নৈপুণ্যে এ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গাওহার সিরাজ জামিল প্রতি বছর রপ্তানিতে স্বর্ণপদক অর্জন করছেন। এ গ্রুপের সাবেক চেয়ারম্যান মামুন উর রশিদ চৌধুরী। তিনি এ গ্রুপের নাম ও ঠিকানা ব্যবহার করে ব্যাংক ঋণের সুবিধা গ্রহণ করেন। বর্তমানে তার মালিকানাধীন মেসার্স চৌধুরী অ্যান্ড কোং নামে নেওয়া ঋণ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে প্রায় ৫৯ কোটি টাকা খেলাপি। খেলাপি ঋণ পরিশোধে এ ব্যবসায়ীর কার্যকর কোনো উদ্যোগ নেই। উল্টো আদালত ও ব্যাংক চোখ থেকে আড়ালে থাকেন।
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক সূত্রে জানা যায়, মামুন উর রশিদ চৌধুরীর মালিকানাধীন মেসার্স চৌধুরী অ্যান্ড কোং নামের চট্টগ্রাম মহানগরের টেরিবাজারে হাজী দুদু মিয়া মার্কেটে ব্যবসা প্রতিষ্ঠান আছে। এ প্রতিষ্ঠানের নামে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের সিডিএ এভিনিউ শাখা থেকে ঋণ সুবিধা নেয়। বর্তমানে যা খেলাপি হয়ে আছে। এ ঋণ আদায়ে ব্যাংক কর্তৃপক্ষ চট্টগ্রাম অর্থঋণ আদালতে মামলা করেছিল। এ মামলার রায়ে হয়েছিল। একই আদালতে ৫৮ কোটি ৮৩ লাখ ৬৩ হাজার ৪৮৩ টাকা আদায়ে জারি মামলা চলছে। এ মামলায় খেলাপি ব্যবসায়ী মামুন উর রশিদ চৌধুরীকে আগামী ১৫ ফেব্রুয়ারি মামলা হাজির হওয়ার জন্য আদালত নোটিশ জারি করে। কিন্তু এখন আত্মগোপনে আছেন।
অর্থঋণ আদালত সূত্রে জানা যায়, মামুন উর রশিদ চৌধুরীর একটি প্রতিষ্ঠানের নামে নেওয়া ঋণ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডে খেলাপি হন। খেলাপি ঋণ আদায়ে ব্যাংক কর্তৃপক্ষ চট্টগ্রাম অর্থঋণ আদালতে মামলা করে। মামলার নথিতে এ খেলাপি ব্যবসায়ী একাধিক ঠিকানার মধ্যে ৭৭৬ ডিটি রোড, আসকারাবাদ ডবলমুরিং থানার ফোর এইচ গ্রুপের করপোরেট অফিসে ঠিকানা উল্লেখ করা হয়। যা ফোর এইচ গ্রুপের প্রধান কার্যালয়।
পরে তার বিরুদ্ধে ২০২১ সালে জারি মামলা করা হয়। জারি মামলা নং ১৮৬/২০২১। এ মামলায় খেলাপি এ ব্যবসায়ী মামলার নোটিশ ও হাজিরা এড়িয়ে চলছে। ফলে মামলার কার্যক্রম বিলম্ব হচ্ছে। এ বিষয়ে চলতি মাসের ১৫ ফেব্রুয়ারি জবাব দেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছে।
জানা যায়, ২০০৩ সালে মামুর উর রশিদ চৌধুরী, গাওহার সিরাজ জামিল, কামরুল হুদা এবং মোহাম্মদ হাসান (জেকি) মিলে চট্টগ্রামের ফোর এইচ ফ্যাশন’স লিমিটেডের মাধ্যমে এ গ্রুপের ব্যবসায়িক যাত্রা শুরু করেন। বর্তমানে এ গ্রুপের পোশাক উৎপাদনের একাধিক কারখানাসহ মোট ১০টি বাণিজ্যিক প্রতিষ্ঠান আছে।
সম্প্রতি সরেজমিনে টেরিবাজারের হাজি দুদু মিয়া মার্কেটে গিয়ে সেখানে মেসার্স চৌধুরী অ্যান্ড কোং নামে কোনো প্রতিষ্ঠানের অবস্থান পাওয়া যায়নি।
খেলাপি ঋণ বিষয়ে মেসার্স চৌধুরী অ্যান্ড কোং স্বত্বাধিকারী ও ফোর এইচ গ্রুপের সাবেক চেয়ারম্যান মামুন উর রশিদ চৌধুরীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, আগামীকাল ফোন দেন। এখন বিশ্রাম করছি। পরে ফোন বন্ধ পাওয়া যায়।
অপরদিকে বিকেএমইএ’র সহ-সভাপতি ও ফোর এইচ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গাওহার সিরাজ জামিল শেয়ার বিজকে বলেন, উনি তো ২০০৬ সালে আমাদের প্রতিষ্ঠান থেকে মালিকানা ছেড়ে দিয়েছিলেন। তিনি তার শেয়ার একজন মহিলার কাছে স্থান্তান্তর করছেন। ফলে তিনি ফোর এইচ গ্রুপের ঠিকানা ব্যবহার করে ঋণ নিতে পারেন না। এখনো ফোর এইচ গ্রুপের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই।
এ বিষয়ে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সিডিএ এভিনিউ শাখার একাধিক কর্মকর্তা বলেন, মামুন উর রশিদ চৌধুরীর খেলাপি ঋণ