1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
  3. jeradmin@deshmediabd.com : :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:২৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ব্রাজিলে বাস দুর্ঘটনায় ৩৮ জন নিহত ডলারের বাজার আবার অস্থির Govt grants 10-year tax holiday for renewable energy firms Mobile surveillance used in pinpointing victims’ location: Commission গ্যাস সংকটে উৎপাদন নেমে অর্ধেকে, কয়েক শ কারখানা বন্ধ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ইসির পরিকল্পনায় ডিসেম্বর ২০২৫ ভোটার তালিকায় ত্রুটি নেই দাবি ইসির সরকারের এক পক্ষ ২০২৬-এর এপ্রিলে, বিএনপিসহ সমমনারা চায় ২০২৫-এর জুনের মধ্যে ভোট জুলাই গণ-অভ্যুত্থান ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ ২০২৫-এর মধ্যেই নির্বাচন চায় বিএনপি ও বিভিন্ন দল লাইসেন্স ও ট্যাক্সের আওতায় আসছে ব্যাটারিচালিত রিকশা ফের আন্দোলনে নামছে বিএনপি দ্রুত সুস্পষ্ট রোডম্যাপ দাবি, চলছে নির্বাচনি প্রস্তুতি

বাংলাদেশের অগ্রগতি আজ আন্তর্জাতিকভাবে স¦ীকৃত —বাণিজ্যমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৮৭ বার দেখা হয়েছে

কেরাণীগঞ্জ (ঢাকা), ৫ ফাল্গুন (১৭ ফেব্রুয়ারি) :
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, দেশে এখন স্থিতিশীল পরিবেশ বিরাজ করছে এবং অর্থনৈতিক উন্নয়নে নৌ সেক্টর এগিয়ে যাচ্ছে। আর এটা সম্ভব হচ্ছে সবার ঐকান্তিক প্রচেষ্টায়। এছাড়া ভারতের সঙ্গে প্রথম নৌ, স্থল ও আকাশ পথে চুক্তি করেছিলেন বঙ্গবন্ধু। পরবর্তীতে সেটা বাস্তবায়নে উদ্যোগ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুধু তাই নয়, বাংলাদেশের অগ্রগতি আজ আন্তর্জাতিকভাবে সর্বজন স্বীকৃত। এছাড়া ভারতের সঙ্গে শুধু নৌ চুক্তি নয় বর্ডার গার্ড সীমানা চুক্তিও ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আর আজকে পানগাঁও পোর্টে কন্টেইনার সার্ভিস চালু হওয়ার মাধ্যমে ভারতের সঙ্গে সুসম্পর্ক আরো বৃদ্ধি পেল।

তিনি আজ ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জে অবস্থিত পানগাঁও সার্ভিসের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান তাঁর বক্তৃতায় বলেন, ভারতের কলকাতা বন্দর থেকে এই প্রথম পানগাঁও বন্দরে কন্টেইনার সার্ভিস চালু হলো। ২০১৩ সালের ৭ নভেম্বর পানগাঁও পোর্টটি উদ্বোধন করা হয় এবং ২০১৫ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের মধ্য দিয়ে বাংলাদেশের সঙ্গে নৌপথে কন্টেইনার পরিবহণ চুক্তি হয় এবং জাহাজ চলাচল শুরু হয়। এছাড়া নৌপরিবহণ মন্ত্রণালয় নতুন করে আরো ৩৬টি জাহাজ সংগ্রহ করার উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে যার কাজ প্রায় শেষের দিকে।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, নৌপরিবহণ মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায়, ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল খালেদ ইকবাল, বিআইডব্লিউটিএ এর চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হক, এফবিসিসিআই এর সভাপতি আবদুল মাতলুব আহমাদ, বাংলাদেশ টেক্সটাইলের সভাপতি তপন চৌধুরী, সংসদ সদস্য সেলিম ওসমান, ভারতের রিডার লাইন কোম্পানির ডিরেক্টর অমলান বাসুসহ প্রমুখ।

উল্লেখ্য, কন্টেইনার জাহাজ সোনার তরী নৌ-কল্যাণ ১ ভারতের কলকাতা বন্দর থেকে পানগাঁও নদীবন্দরে এসেছে। এটি ৬৫টি কনটেইনার নিয়ে এসেছে। যার মধ্যে ১২টি কনটেইনার চট্টগ্রাম বন্দরে যাবে। এছাড়া কনটেইনারে রয়েছে আয়রন স্টিল, ফেব্রিক্স, স্যান্ডেল, পেটবটলস, অটোপার্টস ও সাইকেলপার্টস।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com