বৈশ্বিক সংকটের মধ্যে সরকার খাদ্যপণ্য ও জ্বালানি তেল আমদানির দিকে বেশি জোর দিচ্ছে। পাশাপাশি কৃষির উৎপাদন যাতে কোনোভাবে ব্যাহত না হয় তার জন্য সার আমদানির দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। এ জন্য দেশের নিম্ন আয়ের মানুষদের মধ্যে কম দামে পণ্য তুলে দিতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ২৬৫ কোটি টাকার ভোজ্য তেল ও ডাল কিনবে সরকার। একই সঙ্গে ৪৫ হাজার টন সার কেনা হবে।
গতকাল বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এসব পণ্যের ক্রয়প্রস্তাব অনুমোদন পায়। পরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান।
সাঈদ মাহবুব খান জানান, টিসিবির জন্য ১ কোটি ১০ লাখ মেট্রিকটন সয়াবিন তেল এবং ৮ হাজার মেট্রিকটন মসুর ডাল কিনবে সরকার। এতে খরচ হবে ২৬৫ কোটি ৪০ লাখ ৫৮ হাজার টাকা। বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় সিটি এডিবল অয়েল লিমিটেড থেকে ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এ জন্য ব্যয় হবে ১৯১ কোটি ৯৬ লাখ ১০ হাজার টাকা। এ ছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন টিসিবির জন্য এই সয়াবিন তেল কেনা হবে। প্রতি লিটার সয়াবিন তেলের দাম পড়বে ১৭৪ টাকা ৫০ পয়সা। আগের ক্রয়মূল্য ছিল ১৭৬ টাকা ৮০ পয়সা।
অতিরিক্ত সচিব জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের আরেক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে তুরস্কের আরবিল বাকলিয়াত হুবুবাত সান্তিক কোম্পানি থেকে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ৮ হাজার মেট্রিকটন মসুর ডাল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এ ডাল আমদানি করতে খরচ হবে ৭৩ কোটি ৪৪ লাখ ৪৮ হাজার টাকা। প্রতি মেট্রিকটন মসুর ডালের দাম পড়বে ৮৫৮ মার্কিন ডলার। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের মাধ্যমে এ ডাল আমদানি করা হবে।
বিস্তারিত
s