1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ০৪:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্লট দুর্নীতি শেখ হাসিনা, রেহানা ও টিউলিপের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বায়ুদূষণের তালিকায় ঢাকা পাঁচ নম্বরে শিল্পে গ্যাসের নতুন দরের ঘোষণা আজ ঢাকাসহ দেশের ১২ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা পহেলা বৈশাখে ডিএমপির ট্রাফিক নির্দেশনা বিদায় ১৪৩১ : আজ চৈত্রসংক্রান্তি পিছু হটলেন ট্রাম্প, স্মার্টফোন-কম্পিউটারে শুল্ক অব্যাহতি ট্রাম্পের শুল্ক বিরতি ভরসা পাচ্ছেন না বিনিয়োগকারীরা বিশ্ব গণমাধ্যমে বাংলাদেশের ‘মার্চ ফর গাজা’ জুলাই-ডিসেম্বর বিদেশি ঋণ কমে ১০৩ বিলিয়ন ডলার ♦ সেপ্টেম্বর প্রান্তিকে বিদেশি ঋণের স্থিতি ছিল ১০ হাজার ৪৩৭ কোটি ডলার ♦ তিন মাসের ব্যবধানে বিদেশি ঋণ কমেছে ৭৪ কোটি ডলার ♦ অফশোর ব্যাংকিং ব্যবসায় মন্দাভাবের প্রভাব পড়েছে বিদেশি ঋণে ♦ বেসরকারি খাতের ঋণের মধ্যে বায়ার্স ক্রেডিট কমেছে ৪৯ কোটি ৬০ লাখ ডলার

ইস্তাম্বুলে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৯৩ বার দেখা হয়েছে

যথাযথ ভাবগাম্ভীর্যের সাথে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, ইস্তাম্বুল দিনব্যাপী কর্মসূচির মাধ্যমে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০১৭ পালন করে। কনস্যুলেট জেনারেলের কর্মকর্তা-কর্মচারী ও ইস্তাম্বুলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে ভারপ্রাপ্ত কনসাল জেনারেল মো. মাহবুবুর রহমান জাতীয় পতাকা অর্ধনমিত করে দিনের কর্মসূচি শুরু করেন। কনস্যুলেট প্রাঙ্গণে নির্মিত অস্থায়ী শহিদ মিনারে ভারপ্রাপ্ত কনসাল জেনারেলসহ উপস্থিত সবাই পুষ্পস্তবক অর্পণ করেন এবং ভাষা শহিদদের সম্মানে এক মিনিট নিরবতা পালন করেন।

ভারপ্রাপ্ত কনসাল জেনারেল মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে বিকালে কনস্যুলেট প্রাঙ্গণে ‘সকল ভাষার প্রতি সম্মান’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়, যেখানে উল্লেখ সংখ্যক প্রবাসী বাংলাদেশি ও তার্কিশ নাগরিক উপস্থিত ছিলেন। সভায় বক্তারা মাতৃভাষার গুরুত্বের বিভিন্ন দিক আলোচনা করেন এবং ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহিদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
কনসাল জেনারেল তার বক্তব্যে ২১ ফেব্রুয়ারি ১৯৫২ সালে মাতৃভাষা হিসেবে ‘বাংলা’ ভাষার অধিকার আদায়ে জীবন আত্মোৎসর্গকারী সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউরসহ সকল ভাষা শহিদদের স্মরণ করেন। তিনি উল্লেখ করেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সফলতাই ১৯৭১ সালের স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়কে এক ধাপ এগিয়ে নেয়। তিনি ১৯৪৮ সাল থেকেই ভাষা আন্দোলনে অসাধারণ অবদানের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
আলোচনা সভা শেষে ভাষা আন্দোলনের ওপর ডকুমেন্টারি প্রদর্শন করা হয় এবং কনস্যুলেট জেনারেল কর্তৃক আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ী বাংলাদেশি শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com