ছেংগারচর, (চাঁদপুর), ১২ ফাল্গুন (২৪ ফেব্রুয়ারি) :
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বীরবিক্রম বলেছেন, ২০১৮ সালের মধ্যে প্রতিঘরে বিদ্যুৎ দেয়া হবে। ২০২১ সালের মধ্যে ১৮ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। ভারত, নেপাল ও ভুটান থেকে চাহিদামত বিদ্যুৎ আমদানি করা হবে।
তিনি আজ মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার মায়া বীরবিক্রম মিলনায়তনে নবনির্মিত ২৫ কিলোমিটার বিদ্যুৎ লাইন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতা করেন। পৌরসভার ২ হাজার গ্রাহক এতে বিদ্যুৎ সুবিধা পাবেন।
উপজেলা চেয়ারম্যান মনজুর আহমেদ মঞ্জু, ভাইস চেয়ারম্যান আরিফুল ইসলাম ইমন, পৌর মেয়র রফিকুল আলম জজ, প্যানেল মেয়র রুহুল আমিন, যুবলীগের কেন্দ্রীয় নেতা সাজেদুল হোসেন দীপু চৌধুরী প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী বলেন, সৌর প্যানেলের মাধ্যমে অতিরিক্ত ২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গীকার পূরণ করা হবে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এরই অংশ হিসেবে ইতোমধ্যে ২ লাখ সৌর প্যানেল স্থাপন করেছে। চলমান অর্থবছরে আরো ৩ লাখ সৌর প্যানেল স্থাপন করা হবে। যেখানে লাইনের মাধ্যমে বিদ্যুৎ দেয়া সম্ভব হবে না, সেখানেই অগ্রাধিকার ভিত্তিতে সৌরপ্যানেল স্থাপন করা হবে। টেকসই দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রতিঘরে বিদ্যুৎ দেয়ার পরিকল্পনা থেকে এ সৌর প্যানেল স্থাপন করা হচ্ছে।
এ সময় মায়া চৌধুরী বলেন ২০০৬ সালে বিএনপি-জামায়াত সরকার ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ রেখে ক্ষমতা ছেড়েছিল। দিনে ২০ ঘণ্টা লোডশেডিং লেগে থাকতো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদূর প্রসারী ও বহুমুখী পরিকল্পনার কারণে আজ ১৬ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। জেলা উপজেলায় হাজার হাজার কলকারখানা গড়ে উঠছে। তিনি বলেন কানাডার আদালত বিএনপিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিহিত করেছেন। জাতি হিসেবে এটি আমাদের জন্য লজ্জা ও ঘৃণার। এতে দেশের ভাবমূর্তি ক্ষুণœ হয়েছে। বিএনপি যদি সন্ত্রাসী সংগঠন না হয়ে থাকে তাহলে কানাডার আদালতে নিজেদের গণতান্ত্রিক দল হিসেবে প্রমাণ করুক। না হলে এদেশে কোন সন্ত্রাসী সংগঠন রাজনীতি করতে পারবে কি না দেশবাসীকে ভেবে দেখতে হবে।