বিভিন্ন দেশ ও সংস্থার আপত্তির পরও ফুকুশিমা পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তেজস্ক্রিয় পানি প্রশান্ত মহাসাগরে ছাড়তে শুরু করেছে জাপান। এ ঘটনায় আজ বৃহস্পতিবার (২৪ আগস্ট) দক্ষিণ কোরিয়ায় ১৬ জন শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা সিউলে জাপান দূতাবাসের সামনে বিক্ষোভ করছিল।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পুলিশ জাপান দূতাবাসে অনুপ্রবেশের অভিযোগে শিক্ষার্থীদের গ্রেপ্তার করে। তবে জাপান যেদিন তেজস্ক্রিয় পানি সাগরে ছাড়ার ঘোষণা দেয় বিক্ষোভটি তখন থেকেই শুরু হয়।
বিক্ষোভকারীদের একটি ব্যানারে লেখা ছিল ‘সাগর জাপানের ডাস্টবিন নয়।’ রয়টার্স বলছে, বিক্ষোভকারীদের অধিকাংশই তরুণ। ঘটনাস্থলে উপস্থিত রয়টার্সের একজন ফটোগ্রাফার জানান, পুলিশ কর্মকর্তারা বিক্ষোভকারীদের দূতাবাস থেকে টেনে নিয়ে যায় এবং একটি বাসে তুলে নেয়।
এদিন বিক্ষোভের জন্য দূতাবাসের বাইরে প্রায় ৫০ জন জড়ো হয়েছিল। তবে দক্ষিণ কোরিয়া বলছে, সাগরে তেজস্ক্রিয় পানি ছাড়ার সঙ্গে কোনও বৈজ্ঞানিক সমস্যা নেই। কিন্তু টোকিওকে এই প্রক্রিয়া চলাকালীন স্বচ্ছ হওয়ার আহ্বান জানিয়েছে দেশটি।