1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
  3. jeradmin@deshmediabd.com : :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:০৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ব্রাজিলে বাস দুর্ঘটনায় ৩৮ জন নিহত ডলারের বাজার আবার অস্থির Govt grants 10-year tax holiday for renewable energy firms Mobile surveillance used in pinpointing victims’ location: Commission গ্যাস সংকটে উৎপাদন নেমে অর্ধেকে, কয়েক শ কারখানা বন্ধ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ইসির পরিকল্পনায় ডিসেম্বর ২০২৫ ভোটার তালিকায় ত্রুটি নেই দাবি ইসির সরকারের এক পক্ষ ২০২৬-এর এপ্রিলে, বিএনপিসহ সমমনারা চায় ২০২৫-এর জুনের মধ্যে ভোট জুলাই গণ-অভ্যুত্থান ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ ২০২৫-এর মধ্যেই নির্বাচন চায় বিএনপি ও বিভিন্ন দল লাইসেন্স ও ট্যাক্সের আওতায় আসছে ব্যাটারিচালিত রিকশা ফের আন্দোলনে নামছে বিএনপি দ্রুত সুস্পষ্ট রোডম্যাপ দাবি, চলছে নির্বাচনি প্রস্তুতি

কপিকল অপারেটর থেকে কিং অব পপ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৮ বার দেখা হয়েছে

‘কিং অব পপ’ মাইকেল জ্যাকসন! যাঁর জাদুকরী গানের সঙ্গে দুর্দান্ত ড্যান্স বিশ্বের অগণিত ভক্তকে মুগ্ধ করেছে চৌম্বকীয় আবেশের মতো। এই আমেরিকান স্টাইলিশ যুবক একাধারে ছিলেন তুখোড় গায়ক, অভিনেতা, ড্যান্সার, গীতিকার, রেকর্ড প্রযোজকসহ বহু প্রতিভায় ভাস্বর। কিন্তু পরিবারের অসচ্ছলতার কারণে তাকে কপিকল অপারেটর হিসেবে কারখানায় কাজ করতে হয়েছে। প্রয়াত এই মহান সংগীত তারকাকে নিয়ে লিখেছেন- পান্থ আফজাল

 

আফ্রো-আমেরিকান দরিদ্র পরিবারে জন্ম
১৯৫৮ সালের ২৯ আগস্ট আমেরিকার ইন্ডিয়ানা প্রদেশের গ্যারে শহরে জন্ম ‘কিং অব পপ’ মাইকেল জ্যাকসনের। পুরো নাম মাইকেল জোসেফ জ্যাকসন। আফ্রো-আমেরিকান এক দরিদ্র পরিবারে জন্ম অদ্ভুত এই যুবকটির।

 

কপিকল অপারেটর হিসেবে কারখানায়

জো জ্যাকসন ও ক্যাথেরিন জ্যাকসন দম্পতির সন্তান মাইকেল ১০ ভাই-বোনের মধ্যে ছিলেন অষ্টম। পরিবারের অসচ্ছলতার কারণে মাইকেল জ্যাকসনকে কপিকল অপারেটর হিসেবে কারখানায় কাজ করতে হয়েছে।

 

কালো রঙের বলে অবহেলিত

শৈশব থেকে তিনি কালো রঙের ছিলেন বলে বুঝতে পেরেছিলেন তিনি অবহেলিত। তার দিকে ‘সাদা’রা ঘৃণাভরে তাকিয়ে থাকত। তুচ্ছ-তাচ্ছিল্য করত। এটি মাইকেলকে অনেক মর্মাহত করত। তাই তো তিনি নিজেকে শ্বেতাঙ্গ করার ব্যর্থ মিশনে বারবার নিজের চেহারা প্লাস্টিক সার্জারির মাধ্যমে পাল্টেছিলেন। কৃষ্ণাঙ্গ বলে সমাজে নিচু চোখে দেখছে সবাই-এই মনস্তাত্ত্বিক টানাপড়েনে প্লাস্টিক সার্জারি করে নিজেকে ফর্সা করে তোলেন। যদিও নিজের চেহারার কৃষ্ণাঙ্গ থেকে শ্বেতাঙ্গে রং বদল নিয়ে অনেক সমালোচনা সহ্য করতে হয় তাকে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা জ্যাকসনের মৃত্যুর পর শোক ভাষণে বলেছিলেন, ‘এটি আমার কাছে এখনো রহস্য আমাদের সময়ের হিরো মাইকেল জ্যাকসন কেন ‘কালো’ থেকে ‘সাদা’ হয়ে উঠতে চাইতেন! তবে তার মধ্যে ‘কালো’ হয়ে নির্যাতিত থাকার ব্যথা থাকতে পারে।

 

পাঁচ বছর বয়সেই সংগীতে

আমেরিকান নিগ্রোদের প্রিয় ‘রিদম অ্যান্ড ব্লুজ’র চর্চা শুরু হয়েছিল পারিবারিক আবহে। মাত্র পাঁচ বছর বয়সে এমজের সংগীত জীবন শুরু হয়। ‘জ্যাকসন ফাইভ’ নামের একটি ব্যান্ড দলের সদস্য ছিলেন মাইকেল। ব্যান্ডটি গঠন করার পর তারা কিছু গান রিলিজ করে, যা পরবর্তীতে বিলবোর্ড চার্টে স্থান করে নেয়। সত্তর দশকের পর ‘জ্যাকসন ফাইভ’ ছাড়েন মাইকেল। এরপর মাইকেলের একক শিল্পী হিসেবে সংগীত বিশ্বে পথচলা শুরু। মাত্র ১৩ বছর বয়সে একক শিল্পী হিসেবে মাইকেল জ্যাকসনের সংগীত বিশ্বে পথচলা শুরু।

 

এমটিভির উত্থানে মাইকেল

১৯৮২ সালে রিলিজ হওয়া ‘থ্রিলার’ অ্যালবামটি সর্বকালের বিক্রীত রেকর্ড হিসেবে আজো অটুট, ‘বিট ইট’ গানটি প্রচার করে শিরোনামে আসে এমটিভির নাম। মাইকেলের এই একটি গানকে পুঁজি করে এমটিভির উত্থান ঘটে।

 

অদ্বিতীয় পারফরমার

১৯৮৮ সালে বের হয় মাইকেল অভিনীত ‘মুনওয়াকার’। তবে প্রজন্ম তাঁকে অভিনেতা হিসেবে চিনেছে ‘মেন ইন ব্ল্যাক টু’ দিয়ে।

 

মনোমুগ্ধকর নাচের রহস্য

মারা যাওয়ার পরও মাইকেলকে নিয়ে গবেষণা চলছেই। নাচের ছন্দে বিশ্ব মাতিয়েছেন এই পপতারকা। গোড়ালির ওপর ভর করে অভিকর্ষকে উপেক্ষা করে কীভাবে সামনের দিকে ঝুঁকে নাচতেন তা নিয়ে অনেকেরই কৌতূহল! মাইকেল এক বিশেষ ধরনের জুতা ব্যবহার করতেন।

 

অর্জনের ঝুলিতে যত রেকর্ড

জীবিতকালে অসংখ্য পুরস্কারে ভূষিত হন মাইকেল। তার মধ্যে দুবার হয়েছেন ‘রক এন রোল হোল অব ফেম’। এ ছাড়াও ১৩টি গ্র্যামি অ্যাওয়ার্ড, ১৩টি সেরা একক সংগীত এবং ৭৫ কোটি অ্যালবাম বিক্রির রেকর্ড রয়েছে তাঁর ঝুলিতে। তাঁর গাওয়া পাঁচটি অ্যালবাম সর্বাধিক বিক্রীত অ্যালবাম।

 

মানবতাবাদী শিল্পী

মানবতাবাদী এই শিল্পী তাঁর আয়ের অনেক অংশ দান করেছেন নানা দাতব্য প্রতিষ্ঠানে। পরিবেশ রক্ষায় গেয়েছেন ‘আর্থ সং’। জীবদ্দশায় নিজের অর্থায়নে লিউকেমিয়া এবং ক্যান্সার ইনস্টিটিউট স্থাপন করেন মাইকেল। শিশু ও দুর্ভিক্ষপীড়িতদের জন্য তিনি কোটি কোটি ডলার দান করে গেছেন। তাঁর আয়ের অর্থে প্রায় ২ লাখ ৭০ হাজার লোকের কর্মসংস্থান হয়।

 

কৃত্রিম সন্তানের জন্ম

১৯৯৪ সালের আগস্টে এলভিস প্রিসলির কন্যা লিসা মেরি প্রিসলিকে বিয়ে করেন মাইকেল জ্যাকসন। দুই বছর সংসারের পর তাঁরা আলাদা হয়ে গেলে ’৯৭-এ আবারও বিয়ে করেন মাইকেল। পপসম্রাট ডিবোরাহ নামে এক নার্সকে বিয়ে করেন। যদিও কৃত্রিম উপায়ে তাঁদের দুটি সন্তান হয়। প্যারিস, প্রিন্স ও জ্যাকসন জুনিয়র- মাইকেলের এই তিন সন্তান।

 

তাঁর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ

নব্বইয়ের দশকের শুরুতেই তাঁর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তোলেন এক শিশুর বাবা।

 

ইসলাম ধর্ম গ্রহণ

জীবনের শেষদিকে এসে নানা যন্ত্রণায় বিরক্ত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তিনি। ২০০৮ সালে এক ইমামের উপস্থিতিতে ইসলাম ধর্ম গ্রহণ করেন। তখন মাইকেলের নাম হয় মিকাঈল।

 

অমরত্ব লাভে অক্সিজেন কক্ষ তৈরি

নিজের ক্লোন তৈরি করে অমর হতে চেয়েছিলেন মাইকেল। মৃত্যুর আগে এর জন্য তিনি লাখ লাখ ডলার ব্যয়ও করেছেন। নেভারল্যান্ডের একটি কক্ষে মাইকেল ঘুমাতেন, তা নাকি অক্সিজেন কক্ষ। একবার তিনি দাবি করেছিলেন, অক্সিজেন চেম্বারে ঘুমানোর জন্য অন্তত ১৫০ বছর বাঁচবেন তিনি।

 

প্লাস্টিক সার্জারি রহস্য

গায়ের রং কালো ছিল বলে তিনি সার্জারি করিয়েছিলেন। তবে বিষয়টি সত্য নয়। সার্জারি করিয়েছিলেন নাকের, ত্বকের নয়। চামড়ার রঙের অস্বাভাবিকতার জন্য ভারি মেকআপ ব্যবহার করতেন। আর সঙ্গী হিসেবে সুন্দরী আর ফর্সা মেয়েদেরই প্রাধান্য দিতেন জ্যাকসন।

 

মৃত্যুর আগে ৬০ দিন নির্ঘুম

মৃত্যুর আগে ৬০ দিন নির্ঘুম ছিলেন। যদি ঘটনাটি সত্য হয়, তাহলে জ্যাকসনই পৃথিবীর প্রথম ব্যক্তি যিনি টানা দুই মাস ঘুমাননি।

 

রহস্যজনক মৃত্যু

মাইকেলের মৃত্যু নিয়ে এখনো রয়েছে ধোঁয়াশা। মাত্র ৫০ বছর বয়সে ব্যক্তিগত ডাক্তারের উপস্থিতিতে তাঁরই দেওয়া ঘুমের ওষুধের ওভার ডোজে মৃত্যুবরণ করেন এ শিল্পী।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com