1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০৪:৩২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শেরপুরে মাইক্রোবাসের চাপায় ২ মাদ্রাসা ছাত্র নিহত, আহত ১ ট্রান্সফরমার বিস্ফোরণ বিদ্যুৎস্পৃষ্টে ৩‌ ম্রো নারীর মৃত্যু। যুক্তরাষ্ট্র-বাংলাদেশ শুল্ক ইস্যু তিন দিনের বৈঠক শেষেও মেলেনি স্বস্তির বার্তা মাসে ২ লাখ টাকা চাঁদা চাইছিল খুনিরা সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ক্রাইম জোন তিন সিটি মার্কিন শুল্ক: বাংলাদেশের রপ্তানিতে প্রভাব, বেকারত্বের শঙ্কা সতর্ক অবস্থানে বিএনপি ১৫ জুলাই : কোটা সংস্কার আন্দোলনে ছাত্রলীগের হামলা, রণক্ষেত্র ঢাবি টার্গেট পূরণে ব্যর্থ ৪২ বৈদেশিক মিশন ► ২১ মিশনের রপ্তানি আয় গত অর্থবছরের চেয়ে কম ► ২০টির মধ্যে ১৭ কমার্শিয়াল উইং পিছিয়ে ► ব্যাখ্যা চেয়ে মিশনে চিঠি পাঠাবে বাণিজ্য মন্ত্রণালয়

মৌসুমের শেষ শৈত্যপ্রবাহ এ মাসের শেষে

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৮ জানুয়ারী, ২০১৯
  • ১১৫ বার দেখা হয়েছে

চলতি মাসের শেষে দেশে আরও একটি শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত তা অব্যাহত থাকবে।

আবহাওয়াবিদ মো. রুহুল কুদ্দুস আজ সোমবার বাসসকে বলেন, ‘চলতি মাসের ২৯, ৩০ ও ৩১ তারিখের দিকে দেশের ওপর দিয়ে আরেকটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। তখন দেশের কোনো কোনো এলাকায় তীব্র শীত অনুভূত হতে পারে। এই শৈত্যপ্রবাহটি আগামী মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত অব্যাহত থাকতে পারে।’ তিনি জানান, এটিই হতে পারে মৌসুমের শেষ শৈত্যপ্রবাহ। এরপর দেশে আর কোনো শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই। এরপরই এই বছরের মতো শীত বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে আজ সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

Eprothom Alo
আবহাওয়া অফিস জানায়, সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com