1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২৮ জুলাই ২০২৫, ০২:২০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
৪ সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ আলোচনা থেকে ওয়াকআউট বিএনপির। ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার গ্রামে রিয়াদের পাকা বাড়ি ঘিরে গুঞ্জন আগস্টের প্রথম সপ্তাহে ঘোষণা আসতে পারে নির্বাচনের দিনক্ষণের সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, রিমান্ডে চার নেতা আদালত প্রাঙ্গণে কিল ঘুসি ৫ ইসলামী ব্যাংক এক করার প্রক্রিয়া শুরু এ জন্য বাংলদেশ ব্যাংক থেকে ব্যাংক রেজুলিউশন বিভাগ নামক একটি আলাদা বিভাগ গঠন করা হয়েছে। পাশাপাশি ব্যাংক পাঁচটির কাছ থেকে তথ্য পেতে প্রতিটি ব্যাংকে ফোকাল পয়েন্ট মনোনীত করা হয়েছে। আজ যাচ্ছেন বাণিজ্য প্রতিনিধি যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের ২৫টি উড়োজাহাজ কিনবে বাংলাদেশ অপেক্ষা জুলাই সনদ ভোটের তারিখের প্রশ্ন উঠেছে জুলাই সনদের আগেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে, নাকি পরে? খুনাখুনি লাগামহীন অনিরাপদ রাজধানী আবিষ্কারের কাহিনি

শেরপুরে মাইক্রোবাসের চাপায় ২ মাদ্রাসা ছাত্র নিহত, আহত ১

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১৩ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক

 

শেরপুরের ঝিনাইগাতীতে মাইক্রোবাসের চাপায় প্রাণ হারিয়েছে দুই মাদ্রাসা শিক্ষার্থী। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

 

রোববার (১৩ জুলাই) সন্ধ্যায় উপজেলার নলকুড়া ইউনিয়নের রাংটিয়া এলাকায়।

 

নিহতরা হলো- রাংটিয়া গ্রামের গোলাপ হোসেনের ছেলে সাকিবুল (৮) ও একই গ্রামের জহুরুল ইসলামের ছেলে জাকারিয়া (৯)।

 

এ ঘটনায় আমিন (৭) নামে আরও এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে।

 

নিহত ও আহত তিন শিক্ষার্থী রাংটিয়া মারকাযুত তাকওয়া মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী। এ ঘটনায় মাইক্রোবাসের চালককে আটক করেছে পুলিশ।

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার সন্ধ্যা সাড়ে ৫টায় ওই তিন মাদ্রাসা শিক্ষার্থী মাদ্রাসা ছুটির পর বাড়িতে ফিরছিল। এসময় পেছন বেপরোয়া গতিতে আসা একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে মাদ্রাসা শিক্ষার্থীদের চাপা দেয়। ঘটনাস্থলে তিন শিক্ষার্থী গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে পাঠায়।

 

জেলা সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সাকিবুল ও জাকারিয়াকে মৃত ঘোষণা করেন।

 

আমিনকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পরপরই খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মাইক্রোবাস ও চালককে আটক করে।

 

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন বলেন, মাইক্রোবাসের চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com