‘ওরে নীল দরিয়া আমায় দেরে দে ছাড়িয়া, বন্দি হইয়া মনোয়া পাখি হায়রে কান্দে রইয়া রইয়া’… এই আকুতি কদম সারেংয়ের। দীর্ঘদিন পর জাহাজের চাকরির ছুটিতে তার প্রিয়তমা স্ত্রী নবিতুনের কাছে ফিরছেন কদম। সময়ের বাঁধ যেন বড়ই শক্ত। কখনো জাহাজ কখনো ট্রেন কখনোবা নৌকায় চড়ে নবিতুনের পানে ছুটে চলেছেন সারেং। কণ্ঠে তার আকুতি আর মিলনের গান… ‘কাছের মানুষ দূরে থুইয়া মরি আমি ধরফরাইয়া, একলা ঘরে মনুয়া বধূ হায়রে কি জানি কি করে’…। ১৯৭৮ সাল। প্রখ্যাত চলচ্চিত্র ও নাট্যব্যক্তিত্ব আবদুল্লাহ আল-মামুন নির্মাণ করলেন ‘সারেং বৌ’ চলচ্চিত্রটি। এতে কদম সারেংয়ের চরিত্রে জনপ্রিয় অভিনেতা ফারুক আর নবিতুনের ভূমিকায় অভিনয় করেন মিষ্টি মেয়ে কবরী। চলচ্চিত্রটির মতো এর গানগুলোও ছিল অসাধারণ। বিশেষ করে এই চলচ্চিত্রের ‘ওরে নীল দরিয়া’ গানটি কোনো দিনই ভুলতে পারবে না শ্রোতারা। গানটি গেয়েছিলেন আরেক বিখ্যাত শিল্পী আবদুল জব্বার। এ ছবিতে অসাধারণ সংগীতায়োজন করে চিরস্মরণীয় হয়ে আছেন কিংবদন্তি সুরকার আলম খান। গীতিকার মুকুল চৌধুরী এবং আরেক কিংবদন্তি সংগীতশিল্পী আবদুল জব্বারসহ একাধিক সংগীতজ্ঞের পরিশ্রমে সৃষ্টি করা কালজয়ী গান ‘ওরে নীল দরিয়া’ এখনো কোটি দর্শকের চোখের কোণে অশ্রু এনে দেয়। আলম খান তাঁর জীবদ্দশায় বিভিন্ন ইন্টারভিউয়ের মাধ্যমে এই গান সৃষ্টির পটভূমি জানিয়েছিলেন।বিস্তারিত