1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
  3. jeradmin@deshmediabd.com : :
শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সচিবালয়ে আগুন: ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন প্রযুক্তির নতুন দিগন্ত নতুন বছরে আলোচনায় থাকবে যেসব উদ্ভাবন উইকিপিডিয়া কীভাবে পরিচালিত হয়, কতটা নির্ভরযোগ্য এর তথ্য? এক্সক্লুসিভ কাটা-ছেঁড়া ছাড়ছে না ড্যাপকে সচিবালয়ে লাগা আগুন ১০ ঘণ্টা পর পুরোপুরি নিভল প্রাণঘাতী কমিয়ে শর্ট ব্যারেল অস্ত্র তিন বিভাগে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির আভাস জাহাজে ৭ খুন: লাশ নিতে স্বজনদের ভিড়, শিল্প মন্ত্রণালয়ের তদন্ত কমিটি গঠন ৪৩ বিলিয়নের চাপে দেশ ♦ আওয়ামী লীগ সরকারের প্রকল্পে বিদেশি ঋণ কিস্তি পরিশোধের ঝুঁকি ♦ অন্তর্বর্তী সরকারকে পরিশোধ করতে হবে ২.৬ বিলিয়ন, বাকি দায় যাবে নির্বাচিত সরকারের ঘাড়ে Khulna-Dhaka train services via Padma Bridge begin officially

বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণের মাধ্যমেই স্বাধীনতার মূল ঘোষণা দিয়েছিলেন : প্রধানমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৮ মার্চ, ২০১৯
  • ৭০ বার দেখা হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধু ৭ মার্চ ভাষণের মাধ্যমেই স্বাধীনতার মূল ঘোষণা দিয়েছিলেন এবং স্বাধীনতাপ্রিয় মানুষদের সশস্ত্র যুদ্ধে উদ্বুদ্ধ করেছিলেন।
তিনি বলেন, ‘৭ মার্চের ভাষণের মাধ্যমেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার মূল ঘোষণা দেন এবং পাকিস্তানের সঙ্গে সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করেন।’
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের সভাপতি শেখ হাসিনা আজ বিকেলে এখানে কৃষিবিদ ইনস্টিটিউশন, বাংলাদেশ মিলনায়তনে এক সেমিনারে সভাপতির বক্তব্য প্রদানকালে একথা বলেন।
তিনি বলেন, এই ভাষণের মাধ্যমে বঙ্গবন্ধু জাতির সামনে কেবল একটি স্বাধীন রাষ্ট্রই উপস্থাপন করেননি, বরং এর ভবিষ্যৎ কি হবে তাও তুলে ধরেন।
শেখ হাসিনা বঙ্গবন্ধুর নির্দেশনা ও আদর্শ অনুসরণ করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট ও বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ‘ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ : রাজনীতির কবি ও অমর কবিতা’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ফারজানা ইসলাম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক ড. নিলয় রঞ্জন বিশ্বাস এবং বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের চেয়ারপার্সন শিল্পী হাসেম খান মূল প্রবন্ধের ওপর আলোচনায় অংশ নেন।
বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের প্রধান নির্বাহী কর্মকর্তা মাশুরা হোসেন অনুষ্ঠানে ধন্যবাদ বক্তব্য রাখেন।
প্রধানমন্ত্রী বলেন, ৭ মার্চের ভাষণের মাধ্যমে জাতির পিতা জাতিকে সকল দিক-নির্দেশনা প্রদান করেন। ‘বাঙালিদের কি করতে হবে, তাও তিনি বলেছেন।’
শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু আশঙ্কা করেছিলেন যে, ভাষণের পর তিনি জীবিত নাও থাকতে পারেন। তাঁকে হত্যা করা হতে পারে, যেহেতু পাকিস্তানিরা বহুবার সে অপচেষ্টা করেছে।
তিনি বলেন, ‘সে কারণে বঙ্গবন্ধু যুদ্ধের সকল ব্যবস্থা করে রাখেন। আমি তার নীরব সাক্ষী।’

আওয়ামী সভাপতি শেখ হাসিনা বলেন, তখনকার ছাত্রনেতারা যারা এখনো বেঁচে আছেন তারা বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ সম্পর্কে বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন।
প্রধানমন্ত্রী বলেন, সাবেক ছাত্রনেতারা সংবাদপত্রের সঙ্গে তাদের সাক্ষাৎকারে বলেছেন, বঙ্গবন্ধু জনসভার আগে ভাষণ সম্পর্কে তাদের সঙ্গে আলোচনা করেছেন। ‘তাদের কথায় আমার হাসি পেয়েছে। কারণ, তারা অর্বাচিনের মতো কথা বলেছেন।’
এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী তাঁর মায়ের ভূমিকার কথা স্মরণ করেন।
তিনি বলেন, ‘জনসভার ঠিক আগে আমার মা বঙ্গবন্ধুকে বলেন, আপনি সারা জীবন সংগ্রাম করেছেন। জনগণ কি চায় এবং তাদের জন্য আপনার কি করতে হবে তা আপনি ভালো করেই জানেন। আপনার চেয়ে ভালো কেউ জানে না।’
তিনি আরো বলেন, ‘আমার মা বঙ্গবন্ধুকে আরো বলেন যে, নানা লোক নানা কথা বলবে। কিন্তু আপনার সব কথা শোনার দরকার নেই। আপনার মন থেকে যা আসবে আপনি সে কথাই বলবেন।’
সামরিক শাসকরা ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পর এ ভাষণ নিষিদ্ধ করেছিল উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘কিন্তু সকল বাধাবিঘœ উপেক্ষা করে আওয়ামী লীগের নেতাকর্মীরা এ ভাষণ বাজিয়েছে।’
তিনি বলেন, ইতিহাস কেউ মুছে ফেলতে পারে না। সত্যকে চেপে রাখা যায় না।
প্রধানমন্ত্রী বলেন, বিশ্বে এমন আর কোন ভাষণ নেই যা মানুষ বছরের পর বছর শুনেছে।
তিনি বলেন, ‘৪৮ বছর পার হয়ে গেছে, কিন্তু এ ভাষণের আবেদন এখনো বিপুল এবং মানুষ এর ধারা অনুপ্রাণিত হয়।’
বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণকে বিশ্বের প্রামাণ্য ঐতিহ্য হিসেবে ইউনেস্কোর স্বীকৃতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, জাতিসংঘের একটি সংস্থা এ ভাষণকে মানব সভ্যতার অমূল্য দলিল হিসেবে স্থান দিয়েছে। ‘এটি বাংলাদেশের জনগণের জন্য বিশাল ও বিরল সম্মান’ বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
বঙ্গবন্ধুর উদ্ধৃতি দিয়ে ত্যাগ ছাড়া কোনো কিছু অর্জন করা যায় না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু ও লাখো মানুষের ত্যাগের বিনিময়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। ‘কিন্তু ১৯৭৫ এর পর এই স্বাধীনতা প্রায় বৃথা হয়ে গিয়েছিল।’
তিনি বলেন, ‘দীর্ঘ ২১ বছর পর আমরা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলার এবং মুক্তিযুদ্ধ চলাকালে বাজানো গানগুলো বাজানোর ও চর্চা করার সুযোগ পেয়েছি।’
শেখ হাসিনা বলেন, যে যুবশক্তি অন্ধকারে ছিল তারা ১৯৭৫ এর পর এগিয়ে আসে এবং ‘আমরা আবার আলোর দিকে আমাদের যাত্রা শুরু করি।’
প্রধানমন্ত্রী বলেন, সামরিক শাসকরা কেবল বঙ্গবন্ধুকে হত্যাই করেনি, তারা তাঁকে হত্যার পর তাঁর নামও মুছে ফেলেছিল। ‘জাতির পিতার হত্যাকান্ডের পর সামরিক শাসকদের দ্বারা কিছু প্রজন্ম ভুলপথে চালিত হয়েছিল।’
৭ মার্চের ভাষণের আবেদন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘৪৮ বছর ধরে আমি এ ভাষণ শুনে আসছি। কিন্তু যখনই আমি শুনি তখনই আমি এটি নতুন করে শুনছি বলে মনে হয়।’
শেখ হাসিনা বলেন, এ ভাষণ মানুষকে দেশের জন্য কাজ করার এবং ত্যাগ স্বীকার করার সাহস ও শক্তি যোগায়।
প্রফেসর আবদুল মান্নান তার মূল প্রবন্ধে বলেন, বঙ্গবন্ধু দেশের স্বাধীনতা চেয়েছিলেন বলেই ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম’ উচ্চারণ করেছিলেন।
ইউজিসি চেয়ারম্যান বলেন, এ ঘোষণা না দিলে বঙ্গবন্ধু কাপুরুষ হিসেবে চিহ্নিত হতেন।
তিনি বলেন, ‘বঙ্গবন্ধু বলেছিলেন তিনি স্বাধীনতা চান, প্রধানমন্ত্রিত্ব নয়। তিনি নিরস্ত্র জাতিকে সশস্ত্রে পরিণত করেছিলেন।’

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com