বাংলাদেশের চলচ্চিত্রের স্বকীয় নির্মাণ যাত্রা শুরু হয়েছিল ১৯৫৭ সালে এফডিসির গোড়া পত্তনের পর পরই। তখনকার সময়ে নানা সীমাবদ্ধতার কারণে এখানে চলচ্চিত্র নির্মাণ অতটা সহজ ছিল না। তারপরও কিছু সিনেপ্রেমী ব্যক্তিত্বের অদম্য ইচ্ছা শক্তির কারণেই এক সময় সব প্রতিকূলতা পেরিয়ে ‘বাংলাদেশের চলচ্চিত্র’ বিশ্ব দরবারে নাম লেখায়। এ বিষয়ে কিছু শুরুর গল্প তুলে ধরেছেন – আলাউদ্দীন মাজিদ
প্রথম হেলিকপ্টার ব্যবহার
পল্লীকবি জসীমউদ্দীনের কাব্যনাট্য অবলম্বনে নির্মিত ‘বেদের মেয়ে’ ছবির চিত্রায়ণের জন্য বাংলাদেশি চলচ্চিত্রে প্রথম ব্যবহার হয় হেলিকপ্টার। তখনকার সময়ে যা ছিল অকল্পনীয়। পুরনো পত্রিকার কাটিং ও ছবি সামনে এনে বিষয়টি তুলে ধরেন চলচ্চিত্রবিষয়ক গবেষক মীর শামসুল আলম বাবু। পল্লীকবি জসীমউদ্দীনের কাব্যনাট্য অবলম্বনে নুরুল হক বাচ্চুর ‘বেদের মেয়ে’ ছবির মহরত ও শুটিং হয় ১৯৬৮ সালে। ছবিটি মুক্তি পায় ১৯৬৯ সালে। ছবির চিত্রায়ণের জন্য ব্যবহার হয় হেলিকপ্টার। বাবু জানান, শুরুতে কবিপুত্র কামাল আনোয়ারের পলাশ ফিল্মসের ব্যানারে এম মহসীনের চিত্রনাট্যে পরিচালক কিউ এম জামান ১৯৬৮ সালের ১৪ মে ‘বেদের মেয়ে’ ছবির মহরত করেন। সুলতানা জামানকে নায়িকা করে কিছু শুটিং করেছিলেন, সেখানে জহির রায়হানও উপস্থিত ছিলেন। পরে জহির রায়হানের চিত্রনাট্য ও প্রযোজনায় আনিস ফিল্মসের ব্যানারে কামাল আনোয়ারের চিত্রায়ণে নুরুল হক বাচ্চুর পরিচালনায় রোজী, সুজাতা ও আজিমকে নিয়ে এ ছবি সমাপ্ত হয়। বাবু বলছিলেন, ‘বেদের মেয়ে’ ছবির আউটডোর শুটিংয়ে টপ শট নেওয়ার জন্য হেলিকপ্টার ব্যবহার হয়েছিল। এটাই এ দেশের ছবির শুটিংয়ে প্রথম হেলিকপ্টার ব্যবহার।বিস্তারিত