টেক প্রতিদিন ডেস্ক
ইন্টারনেটের ব্যবহার মানুষকে আরো বিচারবুদ্ধিসম্পন্ন (যুক্তিবাদী) করে তুলবে—এমনটা ভেবেছিলেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। তবে তিনি উপলব্ধি করেছেন, এখানে সমালোচনামুখর মানুষ একে অপরকে খুঁজে ফিরছে। প্রথম দিকে তাঁর ধারণা ছিল, ইন্টারনেট তথ্য খোঁজার কাজে ব্যবহৃত হবে। মানুষ নানা বিষয়ে তথ্য জেনে নিজেকে সমৃদ্ধ করবে।
যেমন—কোনো মামলার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিতে সংবাদপত্রের বদলে ইন্টারনেটের তথ্যের ওপর নির্ভর করবে। ইন্টারনেটে মানুষের অদ্ভুত কর্মকাণ্ড দেখেও অবাক তিনি। উদ্ভট সব আইডিয়াও বের হচ্ছে ইন্টারনেট থেকে। তিনিসহ অন্য যাঁরা ডিজিটাল বিপ্লবের পথিকৃত্ ছিলেন, তাঁরা কখনো ভাবেননি এমনটা ঘটবে।
উদাহরণ হিসেবে তিনি অনলাইনভিত্তিক ‘কিউআনোন’ গ্রুপের কথা তুলে ধরেন। উল্লেখ্য, কিউআনোন মতাদর্শীদের বিশ্বাস, এই পৃথিবী নিয়ন্ত্রণ করে ‘ডিপ স্টেট’। কট্টর ডানপন্থী এই গ্রুপের সদস্যরা আরো বিশ্বাস করেন, শিশুদের ওপর যৌন নিপীড়নকারী এক দুষ্টচক্রের হাত থেকে পৃথিবীকে রক্ষায় আমেরিকায় অবতীর্ণ হয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসব থেকে বিল গেটসের উপলব্ধি, সত্য-মিথ্যা যাচাই করতে এবং যুক্তিবাদী করে তোলার বদলে ইন্টারনেট এখন ভুয়া তথ্য ছড়ানোর হাতিয়ার হয়ে উঠেছে।
সূত্র : ইয়াহু নিউজ