অনলাইন ডেস্ক
বর্তমান যুগে মোবাইল ফোন ছাড়া জীবন অচল। ঘুম থেকে উঠেই সবার আগে মোবাইল ঘাঁটাঘাঁটি করেন অনেকেই। ঘুমানোর আগেও কমবেশি সবার নজর থাকে মোবাইল স্ক্রিনেই।
অনেক সময়ই দেখা যায়, মোবাইলে ঠিকমতো চার্জ হচ্ছে না। ফুল চার্জ দিলেও কিছুক্ষণেই তা ৩০-৪০ শতাংশে নেমে আসে। আপনার মোবাইলেও কী এমন সমস্যা হচ্ছে? তবে এই সমস্যা হতে পারে আপনার ফোনে।
প্রথমেই জেনে রাখা দরকার যে, ফোন কখনো ১০০ শতাংশ চার্জ দিতে হয় না। ২০ শতাংশের নিচে চার্জ নেমে গেলে, অবিলম্বে ফোন চার্জ দেওয়া উচিত।
ফোন দেরিতে চার্জ হওয়ার অন্যতম কারণ হলো চার্জার বা সকেট খারাপ হওয়া। যদি চার্জিং পোর্ট বা অ্যাডাপ্টর খারাপ হয়, সেক্ষেত্রে মোবাইলে চার্জ অনেক দেরিতে হয়।
অতিরিক্ত গরম বা ঠান্ডা আবহাওয়াতেও মোবাইলে চার্জিংয়ের সমস্যা হয়। চরম তাপমাত্রায় মোবাইলে চার্জ দেরিতে হয়।
এছাড়া, চার্জ দেওয়ার সময় ফোন ব্যবহার করা উচিত নয়। এতে ফোনের ব্যাটারিতে চাপ পড়ে। তার ফলে চার্জিংয়ের সমস্যা হয়। ফোনে চার্জ দেরিতে হয়।
অনেক সময় চার্জি পোর্ট নোংরা থাকায় বা ধুলো জমে যাওয়ার কারণেও চার্জিংয়ে সমস্যা হয়।