নিজস্ব প্রতিবেদক
অগ্রহায়ণ মাসের মাঝামাঝি এলেও রাজধানী ঢাকাতে শীতের উপস্থিতি কম। যদিও দেশের বিভিন্ন অঞ্চলে শীত জানান দিয়েছে ভালোভাবেই। বিশেষ করে দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে গত কয়েক দিন ধরেই তীব্র শীত অনুভূত হচ্ছে। জেলার তাপমাত্রার পারদ ১১-১২ ডিগ্রির ঘরে ওঠানামা করছে। ফলে সেখানে শীতে মানুষের জবুথবু অবস্থা। এদিকে রাজধানী ঢাকাসহ বেশ কিছু এলাকায় শীত কম অনুভূত হলেও শনিবার সন্ধ্যা থেকে বাতাস ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে কিছুটা শীতের উপস্থিতি পাওয়া গেছে। নগরবাসী আন্ধাজ করতে পেরেছেন শীত আসছে।
এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ফিনজাল’- এর পর সারা দেশের তাপমাত্রা কমে যেতে পারে বলে জানা গেছে। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে কয়েক বিভাগে শৈত্যপ্রবাহ বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
শনিবার আবহাওয়াবিদ ওমর ফারুক সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, শনিবার দেশে সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়াতে, ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
তিনি আরও বলেন, ‘শনিবার সন্ধ্যা ৬টার মধ্যে ভারতের উত্তর তামিলনাড়ুতে আঘাত করবে ফিনজাল। ঘূর্ণিঝড়টি এখন চট্টগ্রাম বন্দর থেকে ১ হাজার ৬৫০ কিলোমিটার দূরে রয়েছে। এর প্রভাবে খুলনা, বরিশাল ও চট্টগ্রামে হালকা বৃষ্টিপাত হতে পারে।
ঝড়ে বাংলাদেশ অংশে খুব বেশি ক্ষতি শঙ্কা নেই বলেও জানান এই আবহাওয়াবিদ। তিনি বলেন, ৭০ কিলোমিটার বেগের এই ঘূর্ণিঝড়ের কারণে গভীর সমুদ্রের মাছ ধরার ট্রলারকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে।
এদিকে, ঘুর্ণিঝড় ফিনজালের পর সারা দেশে শীতের অনুভূতি তীব্র হতে পারে বলেও জানান ওমর ফারুক। তিনি বলেন, ‘ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে রাজশাহী ও রংপুর বিভাগে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।’
অন্যদিকে শনিবার সন্ধ্যায় রাজধানীর বেশ কয়েকটি এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও বাতাস হওয়ায় শীতটা যেন একটু বেশি অনুভূত হয়েছে ঢাকাবাসীর।
এদিন দুপুর থেকেই আকাশ প্রায় অন্ধকার হয়ে পড়ে। চারদিক ঢেকে ফেলা মেঘের মাঝে মাঝে সূর্য উঁকি দিলেও তেজ তেমনটা ছিল না। বিকেল ৪টার পর থেকে রাজধানীর মগবাজার, কারওয়ান বাজার, মালিবাগ, শাহবাগসহ বেশ কয়েকটি এলাকায় শীতল বাতাস বয়ে যেতে দেখা যায়। দুয়েক ফোঁটা বৃষ্টির চিহ্ন দেখা গেলেও পরক্ষণে থেমে যায়।
এদিকে বাংলাদেশেও প্রতিদিনই শীত বাড়ার সঙ্গে সঙ্গে কমছে তাপমাত্রা। তবে দেশের কোথাও এখনো শৈত্যপ্রবাহ হয়নি।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বলছে, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে দেশের পাঁচ বিভাগের ওপর দিয়ে চলতি মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
শনিবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক গণমাধ্যমকে বলেন, ‘এখন পর্যন্ত তাপমাত্রা যেমন আছে, তাতে আগামী এক সপ্তাহের মধ্যে ওইরকম শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা নেই। শনিবার সন্ধ্যার মধ্যে সাগরে অবস্থান করা ঘূর্ণিঝড় ফিনজাল উপকূল অতিক্রম করবে। অতিক্রম করার পরই বাংলাদেশের তাপমাত্রাও কমে যাবে।
এদিকে ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
বাংলাদেশের সমুদ্রবন্দরগুলোকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়। সেইসঙ্গে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।