1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
তারেক রহমানের দেশে ফেরার ঘোষণা দিল বিএনপি গুলিবিদ্ধ স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদির ওপর হামলাকারীদের ধরতে সাঁড়াশি অভিযান শুরু নির্বাচন বানচাল করার প্রচেষ্টা কঠোরভাবে দমন করা হবে: প্রেসসচিব রাতেই চালু হচ্ছে মেট্রো রেল বাংলাদেশ পুলিশের উচ্চপর্যায়ের ৩৯ কর্মকর্তার বদলি আসন্ন ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াবেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ, ঢামেকে চিকিৎসাধীন তফসিল ঘোষণায় সহযোগিতার প্রস্তুতি জানাল জামায়াতে ইসলামী ইউক্রেন যুদ্ধের মাঝেই নির্বাচনের ইস্যুতে যুক্তরাষ্ট্র-ইউক্রেন উত্তাপ ল্যুভ মিউজিয়ামে চুরি: তদন্তে নিরাপত্তা ব্যবস্থার গুরুতর ত্রুটি উদঘাটন

তথ্যমন্ত্রীর কাছে চলচ্চিত্র প্রদর্শক সমিতির ৫ দফা দাবি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২১ মে, ২০১৭
  • ১৩০ বার দেখা হয়েছে

চলচ্চিত্র শিল্পের বিকাশ ও উন্নয়নের লক্ষ্যে তথ্যমন্ত্রীর কাছে ৫ দফা দাবি পেশ করেছেন বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির নবনির্বাচিত পরিষদ।
আজ রাজধানীতে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) সভাকক্ষে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সাথে মতবিনিময় সভায় চলচ্চিত্র প্রদর্শক সমিতির নবনির্বাচিত পরিষদ সদস্যবৃন্দ দাবিগুলো উত্থাপন করেন।
দেশীয় চলচ্চিত্রের মানোন্নয়নে প্রতিযোগিতামূলক ব্যবস্থার বিকল্প নেই উল্লেখ করে সমিতির প্রধান উপদেষ্টা সুদীপ্ত কুমার দাস বলেন, ‘উপমহাদেশের অন্যান্য দেশ থেকে চলচ্চিত্র আমদানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা একান্ত প্রয়োজন। প্রতিযোগিতার সময়েই আমাদের চলচ্চিত্রকার, শিল্পী ও কলাকুশলীরা তাদের প্রতিভার স্বাক্ষর রেখে দেশের মানুষকে সিনেমামুখী করেছিল। এখন প্রতিযোগিতা নেই, সিনেমার মান পড়তি, হলে দর্শক নেই, হাজার হাজার হল বন্ধ হয়ে চলচ্চিত্র প্রদর্শকদের মাথায় হাত, ধ্বংসের মুখে দেশের এই বিশাল শিল্প।’
সমিতির সভাপতি মোঃ ইফতেখার উদ্দীন এসময় চলচ্চিত্র আমদানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার, ক্যাবল টিভি চ্যানেলে সদ্যমুক্তিপ্রাপ্ত দেশি-বিদেশি পাইরেটেড সিনেমা প্রচারের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা, প্রতিটি সিনেমা হলকে চলচ্চিত্র প্রদর্শক সমিতির সদস্যপদ গ্রহণ, মুক্তি প্রতীক্ষিত সিনেমার পোস্টারের জন্য ঢাকার দুই সিটি কর্পোরেশনে স্থায়ী বিলবোর্ড স্থাপন এবং দেশব্যাপী সিনেমা হল সংস্কারে সরকারের বরাদ্দ বৃদ্ধির দাবি তুলে ধরেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার সরকার চলচ্চিত্রকে শিল্প ও চলচ্চিত্র দিবস ঘোষণা করার মাধ্যমে চলচ্চিত্র জগতকে এগিয়ে নেবার যে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন, তা এগিয়ে নিতে সকল অংশীজনের মতামতের ভিত্তিতে দাবিগুলো নিষ্পত্তি করা হবে।’
চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক কাজী শোয়েব রশীদ, সহ-সাধারণ সম্পাদক মোঃ লিটন মৃধা, কার্যকরী সদস্য মেহমুদ হোসেন, মোঃ আজগর হোসেন ও মিঞা আলাউদ্দিন আলোচনায় অংশ নিয়ে বলেন, ‘দেশে হাজার হাজার সিনেমা হল বন্ধ হয়ে যাওয়ার মূল কারণ চলচ্চিত্রের সংখ্যা ও বিষয়বস্তুর মানে ঘাটতি। আর আকাশ সংস্কৃতির এই যুগে যখন নতুন সিনেমা ইন্টারনেটেই দেখা যায়, তখন সিনেমা আমদানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি সর্বাগ্রে বিবেচনার দাবি রাখে।’

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com