২৮ স্ত্রী, ১৩৫ সন্তান ও ১২৬ জন নাতি-নাতনির উপস্থিতিতে নিজের ৩৭তম বিয়ে সারলেন এক ব্যাক্তি। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
২১ শতকেও এমন কাজ হতে পারে তা নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে নেট দুনিয়ায়। ওই ভিডিওতে দাবি করা হয়েছে, ২৮ স্ত্রী, ১৩৫ সন্তান ও ১২৬ জন নাতি-নাতনির উপস্থিতিতেই নিজের বিয়ে সেরেছেন। ৪৫ সেকেন্ডের ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে কাঁপাচ্ছে। এই ভিডিওটি ৬ জুন ভারতের রপিন শর্মা নামে এক আইপিএস কর্মকর্তার তার টুইটারে শেয়ার করেন। সেখানে তিনি ওই ব্যক্তি সাহসেরও প্রশংসা করেছেন।
তবে ভিডিওটি কবের বা কোন দেশ অথবা কোন এলাকার তা জানাযায়নি।