1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
  3. jeradmin@deshmediabd.com : :
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ব্রাজিলে বাস দুর্ঘটনায় ৩৮ জন নিহত ডলারের বাজার আবার অস্থির Govt grants 10-year tax holiday for renewable energy firms Mobile surveillance used in pinpointing victims’ location: Commission গ্যাস সংকটে উৎপাদন নেমে অর্ধেকে, কয়েক শ কারখানা বন্ধ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ইসির পরিকল্পনায় ডিসেম্বর ২০২৫ ভোটার তালিকায় ত্রুটি নেই দাবি ইসির সরকারের এক পক্ষ ২০২৬-এর এপ্রিলে, বিএনপিসহ সমমনারা চায় ২০২৫-এর জুনের মধ্যে ভোট জুলাই গণ-অভ্যুত্থান ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ ২০২৫-এর মধ্যেই নির্বাচন চায় বিএনপি ও বিভিন্ন দল লাইসেন্স ও ট্যাক্সের আওতায় আসছে ব্যাটারিচালিত রিকশা ফের আন্দোলনে নামছে বিএনপি দ্রুত সুস্পষ্ট রোডম্যাপ দাবি, চলছে নির্বাচনি প্রস্তুতি

চিরিরবন্দরে ত্রান বিতরণ কার্যক্রম অব্যাহত বাদ যাবেনা কোন বন্যার্ত

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২০ আগস্ট, ২০১৭
  • ৭৬ বার দেখা হয়েছে

মোহাম্মাদ মানিক হোসেন চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি ঃ
চিরিরবন্দরে বন্যাদুর্গতদের মাঝে ত্রান বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে চিরিরবন্দর উপজেলা প্রশাসন।প্রায় প্রতিদিনই ১২টি ইউনিয়নে ত্রান সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করছেন উপজেলা নির্বাহী অফিসার মো: গোলাম রব্বানী। সকাল ৮ টা থেকে শুরু করে বিকাল ৫ টা পর্যন্ত উপজেলার প্রতিটি ইউনিয়নে বিভিন্ন সময়ে চলছে ত্রান বিতরণ। আরতা সুষ্ঠ তদারকি ও কোন রকম অনিয়ম যাতে না হয় সেদিকে নিজেই খেয়াল রাখতে সকাল থেকে সন্ধা পর্যন্তপ্রতিটি ইউনিয়ননিজেই পরিদর্শন করছেন নির্বাহী অফিসার ।বন্যার্তদের জন্য কোন ত্রান সংকট হবে না। প্রতিটি বন্যার্ত পরিবার সরকারি ত্রান সহায়তা পাবে। ত্রান সহযোগিতা অব্যাহত রাখার জন্য আমারা উপজেলা প্রশাসন তৎপর রয়েছি। গতকাল শুক্রবার সকালে আব্দুলপুর ইউনিয়নে ত্রান বিতরণ অনুষ্টানে উপজেলা আওমীলীগের সভাপতি মো:আইয়ুবুর রহমান শাহ্ সভাপতিত্বে প্রধান অতিথীর বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি জানান, শুক্রবার সারাদিন উপজেলার ১২টি ইউনিয়নে বন্যাদুগর্ত ৫ হাজার পরিবারের মাঝে মোট ২৫ মেট্রিকটন চাল বিতরণের জন্য বরাদ্ধ দেয়া হয়েছে। নশরতপুর ইউপি ৩শ কেজি,সাতনালায় ইউপি ৭শ কেজি,ফতেজংপুর ইউপি ১ হাজার সাত শত ৫০ কেজি,ইসবপুর ইউপি ১ হাজার ৫শ কেজি,আব্দুলপুর ইউপি ৪ হাজার ১শ৬০ কেজি,অমরপুর ইউপি ১ হাজার ৭শ ৫০ কেজি,আউলিয়াপুকুর ইউপি ৩ হাজার ১শ২০ কেজি,সাইতাড়া ইউপি ২ হাজার ৯শ ২০ কেজি,ভিয়েল ইউপি ৩ হাজার ৩শ ৪০ কেজি,পুনট্রি ইউপি ২৫শত কেজি,তেঁতুলিয়া ইউপি ১ হাজার ১শ ৩০ কেজি,আলোকডিহি ইউপি ৮শ কেজি। মোট ১২ টি ইউনিয়নে ২৫ মেট্রিকটন চাল প্রতি পরিবার ৫ কেজি করে মোট৫ হাজার বন্যাদুগর্ত পরিবারের মাঝে এ ত্রান সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও তিনি বিভিন্ন আশ্রয় কেন্দ্র ঘুরে ঘুরে নিজ উদ্যোগেও শুকনো খাবার,চাল,ডাল,লবন ও ১ টি করে পানি বিশুদ্ধকরন ট্যাবলেট বিতরণ করছেন।তিনি আরো জানান ঘরবাড়ি ভেঙ্গে যাওয়া বন্যাদুগর্তদের জন্য নতুন করে তাদের ঘর-বাড়িপূর্নবাসনের জন্য অর্থ সহায়তার ব্যবস্থা করা হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com