1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
  3. jeradmin@deshmediabd.com : :
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৩২ অপরাহ্ন

চিরিরবন্দরে মোবাইল ফোন বিস্ফোরণ হয়ে জলসে গেছে এককিশোরের পা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০১৭
  • ৭৮ বার দেখা হয়েছে

মোহাম্মাদ মানিক হোসেন চিরিরবন্দর(দিনাজপুর)প্রতিনিধি:
দিনাজপুরের চিরিরবন্দরে পকেটে রাখাস্যামপনি মোবাইল ফোন বিস্ফোরণ হয়ে জলসে গেছে এক কিশোরের পা।জানা গেছে,গতকাল মঙ্গলবার বিকাল ৪ টায় মিলন চন্দ্র (১৫) তার বাবা সুচীল চন্দ্র এর সাথে ভ্যান যোগে ওকরাবাড়ি বাজার থেকে বাড়ি আসার পথে চিনিবাস ডাঙ্গা এলাকায়হঠাৎ পকেটে রাখা মোবাইল ফোনটি বিস্ফোরণহলে মিলনের ডান পায়ের হাটুর নিচের অংশ জলসে য়ায়। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে রাণীরবন্দর প্রাইভেট ক্লিনিকে নিয়ে আসে প্রাথমিক ভাবে চিকিৎসা দেয়া হয়।স্থানীয় চিকিৎসক অবিনাস চন্দ্র দাস ক্ষত দেখে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। মিলনের বাবা সুচীল চন্দ্র বলেন, মোবাইলটি সাধারন স্যামপনি মোবাইল ফোন ছিলো। মোবাইলটি আমারা দীর্ঘদিন সবাই ব্যবহার করে আসতেছি। এমন ঘটনা ঘটবে তা কখনো কল্পনা করা যায় না।আহত মিলনদিনাজপুর সদর উপজেলার ২নং সুন্দরপুর ইউনিয়নের কামার পাড়ার বাসিন্দা।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com