1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
  3. jeradmin@deshmediabd.com : :
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১১:১৯ অপরাহ্ন

রাণীরবন্দর গ্রাম বিদ্যুতবিদ কল্যাণ সমিতির উদ্যেগে ক্ষতিগ্রস্থ বন্যার্ত পরিবারকে অর্থ সহয়তা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৭
  • ৭৩ বার দেখা হয়েছে

মোহাম্মাদ মানিক হোসেন চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি ঃ
দিনাজপুর চিরিরবন্দরে রাণীরবন্দর গ্রাম বিদ্যুতবিদ কল্যান সমিতির নিজ উদ্যেগে ক্ষতিগ্রস্থবন্যাদুগর্ত একটি পরিবারকে বসত-বাড়ি পূনবার্সনের জন্য নগদ অর্থ প্রদান করা হয়েছে। ১৬ সেক্টেমবর শনিবার বিকাল ৩ টায় রাণীরবন্দরে গ্রাম বিদ্যুতবিদ কল্যান সমিতির অফিসে বাষিক আলোচনা সভাঅনুষ্ঠানে সভাপতি মো: মাহাবুব রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথী চিরিরবন্দর-খানসামা রাণীরবন্দর পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর এলাকা পরিচালক তোফিকুল রহমান মিন্টু এর উপস্থিতে স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ ওই সমিতির সদস্য মো:আজিজার রহমানকে নগদ ৫ হাজার টাকা অর্থ সহয়তা করা হয়েছে। এ সময়এলাকা পরিচালক তোফিকুল রহমান মিন্টু বলেন, সহয়তার জন্য যে কোন সংগঠনের জন্য এটি একটি মহতি উদ্যেগ। এমন করে সমাজের বিত্তশালী ব্যক্তিরাও বন্যার্তদের সহযোগিতায় এগিয়ে আসতে পারে। গ্রাম বিদ্যুতবিদ কল্যান সমিতির সভাপতি মো: মাহাবুব রহমান বলেন,আমরা এখানে ১১ জন কার্যকারী সদস্য বিশিষ্ট ও ২৯ জনকে সাধারন সদস্য করে মোট ৪০ জন সদস্যের এ সমিতির কল্যাণ ফান্ড থেকে আমাদের সদস্য ছাড়াও সামাজিক বিভিন্ন কাজে সর্বক্ষনিক সহযোগিতা প্রদান করে থাকি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com