মোহাম্মাদ মানিক হোসেন চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি ঃ
দেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করতে বর্তমান সরকার যে পরিকল্পনা গ্রহন করেছে তা বাস্তবায়ন করতে কেবলমাত্র সময়ের ব্যাপার। তবে ২০২১ সালের মধ্যে দেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করা হবে এ ব্যাপারে সন্দেহের কোন অবকাশ নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সে জাদু জানা আছে। বিগত বিএনপি জোট সরকার ১০ বছর ক্ষমতায় থেকে শুধু কথা বলেছে কোন কাজ না করে দেশকে জঙ্গী রাষ্ট্রে পরিনত করেছে। কিন্তু আওয়ালীগ সরকার কথায় নয় কাজে প্রমান করেছে দেশে উন্নয়নের কর্মকান্ড কতখানি ছড়িয়ে পড়েছে। শুধু দেশেই নয় সারা বিশ্বে এখন আওয়ালীগ সরকার সুনাম ছড়িয়ে পড়েছে। গত ১০ নভেম্বর শুক্রবার বিকেল ৩ টায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে উপজেলার ভিয়াইল ইউনিয়নের খেড়কাটি বাজার হতে ভিয়াইল ইউপি সড়কে গ্রামীন সড়কে গুরুত্বপূর্ণ ব্রীজ নির্মান প্রকল্পের আওতায় কাঁকড়া নদীর উপর ১৩ কোটি ৩৪ লক্ষ ৩৮ হাজার টাকা ব্যয়ে নির্মিত ১৭৫ মিটার দৈর্ঘ্য ভিয়াইল ব্রীজের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে ইউনিয়ন পরিষদ চত্ত্বরে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি উপরোক্ত কথাগুলো বলেন। মন্ত্রী আরও বলেন, যে দেশের জন্য বঙ্গবন্ধু জীবন দিয়েছেন, সে দেশের উন্নয়ন বাধাগ্রস্থ করতে কোন নৈরাজ্য করতে দেয়া হবেনা। দেশ এগিয়ে যাচ্ছে কোন অপশক্তি সন্ত্রাস, জঙ্গিবাদ করে দেশকে পিছিয়ে দিতে পারবেনা। বিএনপি-জামায়াত জোট যত চেষ্টা করুক না কেন এদেশের উন্নয়ন বাধাগ্রস্থ করতে পারবেনা। ভিয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনিন্দ্র নাথ রায়ের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ আয়ুবর রহমান শাহ্, সাধারণ সম্পাদকঅধ্যক্ষ আহসানুল হক মুকুল সাংগঠনিক সম্পাদক আজিম উদ্দিন সরকার গোলাপ দিনাজপুর এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী মোঃ মুসা। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ গোলাম রব্বানী, থানার কর্মকর্তা ইনচার্জ মোঃ হারেসুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান তরুবালা রায়, প্রকৌশলী ফিরোজ আহম্মেদসহ উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।এর আগে মন্ত্রী সকাল ১০ টায় উত্তর সুকদেবপুর গ্রামে উপজেলার ৩ টি ইউনিয়নের ৯টি গ্রামের ৩৫২ বাড়িতে নতুন বিদ্যুৎ সংযোগ লাইনের উদ্বোধন ও তারকশাহার হাটে ২৯ লক্ষ ২৬ হাজার টাকা ব্যয়ে সাতনালা ইউনিয়নের ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের উদ্বোধন করেন। অনুষ্ঠানেবিএনপির ২ শতাধিক নেতাকর্মীর আওয়ামী লীগে যোগদান করেন।