আবু নাঈম রিপন,শিবপুর,(নরসিংদী): নরসিংদীর শিবপুরে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রনালয়ের আওতায় “আরবেন ডেভেলপমেন্ট ডিরেক্টরিয়েট” (ইউডিডি) এর আয়োজনে ১৪ উপজেলা ভূমি ব্যবহার ও উন্নয়ন পরিকল্পনা প্রকল্পের, শিবপুর উপজেলার উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা শনিবার উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। শিবপুর উপজেলা নির্বাহী অফিসার শীলু রায় এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মোঃ আখতার হোসেন, নরসিংদীর জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ^াস, নগর উন্নয়ন অধিদপ্তরের প্রকল্প পরিচালক ড. খুরশীদ জাবিন হোসেন তৌফিক, শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মোঃ আরিফ-উল ইসলাম মৃধা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ সামসুল আলম ভূঞা রাখিল ।
কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জার্মান নাগরিক প্রফেসর মুলার, প্রকল্প ব্যবস্থাপক উদয় শংকর দাস, প্রকল্প পরিচালক শাহীন আহমেদ, শেলটেক এর কর্মকর্তা আফসানা কামাল, মাছিমপুর ইউপি চেয়ারম্যান আবুল হারিছ রিকাবদার, উপজেলা জাপার সাধারণ সম্পাদক কাদির কিবরিয়া, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী প্রমুখ।
কর্মশালায় কৃষিজমি সংরক্ষণ, কর্মসংস্থান তৈরি, বিনিয়োগ আকর্ষণ, উৎপাদনশীলতা বাড়ানো, প্রয়োজনীয় ভৌত অবকাঠামো নির্মাণ ইত্যাদি বিষয়ে আলোচনা হয়।