মোহাম্মাদ মানিক হোসেন, চিরিরবন্দর(দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের চিরিরবন্দরে কমিউনিটি ক্লিনিকের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (২৬এপ্রিল) সকালে এ উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চিরিররবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে ক্লিনিক চত্ত্বরের সামনে থেকে বের হওয়া র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা.আজমল হোসেন সভাপতিত্বে এ সময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তরু বালা রায়, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মূর্তজা আল মামুন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্মকর্তা-কর্মচারীসহ কমিউনিটি ক্লিনিকের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। র্যালিটি শেখ হাসিনার অবদান, কমিউনিটি ক্লিনিক বাঁচায় প্রাণ ’এই শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে। এ দিকে চিরিরবন্দরে উপজেলার বিভিন্ন কমিউনিটি ক্লিনিকে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে বলে জানা যায়।