বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে পল্লবীস্থ পলাশী আবাসিক এলাকা প্লট মালিক সমিতি ( ৫৪ প্লট ) দোয়া ও আলোচনা সভার আয়োজন করে।
বৃহস্পতিবার (২৩ জুন ২০২২) রাত ৯ ঘটিকায় পলাশী আবাসিক এলাকা প্লট মালিক সমিতি কার্যালয়ে সামনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহন করে। পলাশী আবাসিক এলাকা প্লট মালিক সমিতির সভাপতি মোঃ ইউনুস খন্দকারের সভাপত্বিতে আলোচনা সভায় অংশ গ্রহন করেন আদর্শনগর প্লট মালিক সমিতির সভাপতি মোঃ বাচ্চু বেপারী, সাংগঠনিক সম্পাদক মোঃ মহিউদ্দিন আহমেদ, পলাশী আবাসিক এলাকা প্লট মালিক সমিতি ( ৫৪ প্লট ) সাধারণ সম্পাদক মোঃ মিজান উকিল, সাইফুল ইসলাম প্রতিষ্ঠাতা যুগ্মসাধারণ সম্পাদক সরকারি বঙ্গবন্ধু কলেজ ছাত্রলীগ, দিদার হোসেন সৈকত সাংগঠনিক সম্পাদক পল্লবী থানা ছাত্রলীগ, আব্দুস সালাম প্রমুখ।
দোয়া মাহফিলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের রুহের মাগফেরাত কামনা , প্রধানমন্ত্রী ও বন্যার্তদের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা বিনির্মাণের যে স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সে স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়ে চলেছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনে সকলকে ঐকবদ্ধভাবে কাজ করার আহবান করেন।
উল্ল্যেখ্য ,১৯৪৯ সালের এই দিনে বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠা লাভ করে, যা পরবর্তীতে স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধ সহ সকল গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়ে দেশের বৃহত্তম রাজনৈতিক দলে পরিনত হয়।