দ্রব্যমূল্য বাড়ছেই কপালে ভাঁজ পড়ছে সীমিত আয়ের মানুষের। পরিবার নিয়ে খেয়েপরে বাঁচতেই চোখে অন্ধকার দেখছেন অনেকে। নিত্যপণ্যের অস্থির বাজারে সবচেয়ে বেশি বেকায়দায় নিম্ন ও নিম্ন মধ্যবিত্তরা। গত কয়েকদিন ধরে চাল, চিনি, মসুর ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বেড়ে যাওয়ায় দেখা দিয়েছে অস্থিরতা। একইভাবে কাঁচাবাজার ও মাছের বাজারও চড়া। বিশেষত, ব্রয়লার মুরগি ও ডিমের পর এবার আগুন লেগেছে মাছের বাজারে। অন্যদিকে স্বল্প আয়ের মানুষের জন্য সরকারিভাবে বিতরণ করা ওএমএসের পণ্য বিক্রিতেও অনিয়ম আর অপ্রতুলতা রয়েছে। পবিত্র রমজান মাস শুরুর প্রায় দেড় মাস আগেই দ্রব্যমূল্যের টানা ঊধ্বর্গতিতে চরম বিপাকে পড়েছেন জানিয়ে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ।
তারা বলছেন, ঢাকাসহ সারাদেশের বাজার তদারকি বলতে কিছুই নেই। বাজার সিন্ডিকেটের ওপর যেন কারো নিয়ন্ত্রণ নেই। এর মধ্যে নতুন করে সপ্তাহের ব্যবধানে সয়াবিন তেল, আমদানি করা আদা, হলুদ, ব্রয়লার মুরগি ও ডিমের দাম বাড়ানো হয়েছে। সরবরাহ ঠিক থাকলেও অতিমুনাফা করতে পাল্লা দিয়ে বাড়ানো হয়েছে চালের দামও। এমন পরিস্থিতিতে রাজধানীসহ বড় শহরগুলোর সীমিত আয়ের সাধারণ মানুষের টিকে থাকাই মুশকিল হয়ে দাঁড়িয়েছে।বিস্তারিত