1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১১:৪৬ অপরাহ্ন

আসছে বর্ষায় জলজটের শঙ্কা খাল সচল করতে জোর দুই সিটির

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ১৩ বার দেখা হয়েছে

বর্ষা এলেই রাজধানীর নিত্যচিত্র হয়ে দাঁড়ায় জলজট। এর মধ্যে রাস্তা খুঁড়ে রেখে কাজ সম্পন্ন না করায় সেবা সংস্থাগুলো আরও নতুন বিপদ ডেকে আনছে। এতে আসছে বর্ষায় তৈরি হচ্ছে জলজটের আশঙ্কা। বৃষ্টির পানি দ্রুত নেমে যেতে রাজধানীর মধ্য দিয়ে প্রবাহিত খালগুলো উদ্ধারে জোর দিচ্ছে দুই সিটি করপোরেশন।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন সূত্র জানিয়েছে, দুই সিটিতে ১৯টি খালের সংস্কার কর্মসূচি নেওয়া হয়েছে। এই কর্মসূচিকে বলা হচ্ছে ‘ব্লু-নেটওয়ার্ক’। প্রথম ধাপে ছয়টি খাল সংস্কার করা হবে। এর মধ্যে রয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন চারটি খাল (বাউনিয়া, কড়াইল, রূপনগর ও বেগুনবাড়ী) এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন দুটি খাল (মান্ডা ও কালুনগর)। কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে অন্য খালের সংস্কার করা হবে।

সরেজমিনে বাউনিয়া গিয়ে দেখা যায়, খাল থেকে আবর্জনা তুলে পাড়ে রাখা হয়েছে। আবর্জনার স্তূপে রয়েছে প্লাস্টিকের বোতল, ফ্রিজের ভাঙা অংশ ও সোফার ফোমসহ নানা জিনিসপত্র। এসব ময়লা টেনে তোলায় বেশ খানিকটা প্রশস্ত হয়েছে খাল। বেড়েছে পানির প্রবাহ। ময়লা তুলে খালের পাড়ে স্তূপ করে রাখা হয়েছে। পাশে দাঁড়িয়ে খাল পরিষ্কার কার্যক্রম দেখছিলেন এই এলাকার বেশ কয়েকজন বাসিন্দা। স্থানীয় বাসিন্দা সাবিরুল ইসলাম বলেন, ‘খালগুলো বদ্ধ হয়ে যাওয়ায় ড্রেনের পানি খালে যেতে পারত না। ড্রেনের ভিতরেও ডাবের খোসা, চিপসের প্যাকেট ও পলিথিনে ভর্তি হয়ে থাকে। ফলে বৃষ্টি হলেই ড্রেন দিয়ে পানি প্রবাহিত হতে না পেরে রাস্তা ভেসে যেত। ৩০ মিনিটের বৃষ্টিতেই হাঁটু পানি জমে যেত মিরপুরের বেশ কিছু জায়গায়। খাল, ড্রেন পরিষ্কার থাকলে জলজটের কবল থেকে বাঁচবে এলাকাবাসী।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com